বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হয়েছে ৬টি ব্র্যান্ড নিউ বেল্ট লোডার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড সার্ভিস ইক্যুইপমেন্ট (জিএসই) সেবা উন্নত করতে এগুলোর সংযোজন ঘটানো হয়। ছোট ও মাঝারি মাপের উড়োজাহাজ; যেমন বোয়িং ৭৩৭, বোয়িং এ-৩২০ এবং ড্যাশ-৮ উড়োজাহাজে কার্গো ও ব্যাগেজ উত্তোলন এবং অবতরণকাজে এই বেল্ট লোডারগুলো ব্যবহৃত হবে। এগুলোর সব কটিতেই যুক্ত রয়েছে নিউ জেনারেশনের আধুনিক সেন্সর, যা এয়ারক্রাফটের নিরাপত্তা বাড়াবে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, শাহজালালের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে প্রায় হাজার কোটি টাকার ইক্যুইপমেন্ট কেনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, ব্র্যান্ড নিউ বেল্ট লোডার সংযোজন তারই ধারাবাহিকতা।
জানা গেছে, এর আগে বিমানের ২০টি বেল্ট লোডার ছিল, এর সঙ্গে নতুন ৬টি যুক্ত হওয়ায় ২৬টিতে উন্নীত হলো। এ ছাড়া বিমানের জিএসই বহরে বর্তমানে দুই হাজারের মতো মোটরাইজড ও নন-মোটরাইজড ইক্যুইপমেন্ট রয়েছে। এখন হাইলোডার, কনটেইনার প্যালেট ট্রান্সপোর্টার, এয়ারকন্ডিশনিং ভ্যান, প্যাসেঞ্জার স্টেপ, ওয়াটার কার্ট, ফ্লাশ কার্ট, অ্যাম্বুলিফটসহ আরও অন্যান্য ইক্যুইপমেন্ট কেনার কাজ চলমান রয়েছে। কয়েক মাসের মধ্যে এসব ইক্যুইপমেন্ট জিএসই বহরে যুক্ত হবে। জিএসই বিভাগ দৈনিক ৩২-৪০টি এয়ারলাইনস এর ১৬০-১৭০টি ফ্লাইট হ্যান্ডলিং করছে।
থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে প্রায় হাজার কোটি টাকার ইক্যুইপমেন্ট কেনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, ব্র্যান্ড নিউ বেল্ট লোডার সংযোজন তারই ধারাবাহিকতা। বোসরা ইসলাম মহাব্যবস্থাপক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস
থার্ড টার্মিনালকে কেন্দ্র করে নতুন নতুন ইক্যুইপমেন্ট সংযোজনের পাশাপাশি জিএসই অপারেটর, মেকানিক নিয়োগ এবং প্রশিক্ষণের মাধ্যমে জিএসই বিভাগের সক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে; যা যাত্রীদের ব্যাগেজ প্রাপ্তির সময় কমিয়ে এনেছে। ফলে বর্তমানে ১৮-৫১ মিনিটের মধ্যে ব্যাগেজ ডেলিভারির হার ৮৫ শতাংশে এ উন্নীত হয়েছে। এটি শতভাগে উন্নীতের চেষ্টা চলছে। এয়ারপোর্ট সার্ভিসে জনবল বাড়াতে ইতিমধ্যে ১০০ গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয়েছে এবং নতুন আরও নিয়োগ চলমান রয়েছে। ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসের উন্নতির স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশন্স (আইএসএজিও) সনদ লাভ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হয়েছে ৬টি ব্র্যান্ড নিউ বেল্ট লোডার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড সার্ভিস ইক্যুইপমেন্ট (জিএসই) সেবা উন্নত করতে এগুলোর সংযোজন ঘটানো হয়। ছোট ও মাঝারি মাপের উড়োজাহাজ; যেমন বোয়িং ৭৩৭, বোয়িং এ-৩২০ এবং ড্যাশ-৮ উড়োজাহাজে কার্গো ও ব্যাগেজ উত্তোলন এবং অবতরণকাজে এই বেল্ট লোডারগুলো ব্যবহৃত হবে। এগুলোর সব কটিতেই যুক্ত রয়েছে নিউ জেনারেশনের আধুনিক সেন্সর, যা এয়ারক্রাফটের নিরাপত্তা বাড়াবে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, শাহজালালের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে প্রায় হাজার কোটি টাকার ইক্যুইপমেন্ট কেনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, ব্র্যান্ড নিউ বেল্ট লোডার সংযোজন তারই ধারাবাহিকতা।
জানা গেছে, এর আগে বিমানের ২০টি বেল্ট লোডার ছিল, এর সঙ্গে নতুন ৬টি যুক্ত হওয়ায় ২৬টিতে উন্নীত হলো। এ ছাড়া বিমানের জিএসই বহরে বর্তমানে দুই হাজারের মতো মোটরাইজড ও নন-মোটরাইজড ইক্যুইপমেন্ট রয়েছে। এখন হাইলোডার, কনটেইনার প্যালেট ট্রান্সপোর্টার, এয়ারকন্ডিশনিং ভ্যান, প্যাসেঞ্জার স্টেপ, ওয়াটার কার্ট, ফ্লাশ কার্ট, অ্যাম্বুলিফটসহ আরও অন্যান্য ইক্যুইপমেন্ট কেনার কাজ চলমান রয়েছে। কয়েক মাসের মধ্যে এসব ইক্যুইপমেন্ট জিএসই বহরে যুক্ত হবে। জিএসই বিভাগ দৈনিক ৩২-৪০টি এয়ারলাইনস এর ১৬০-১৭০টি ফ্লাইট হ্যান্ডলিং করছে।
থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে প্রায় হাজার কোটি টাকার ইক্যুইপমেন্ট কেনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, ব্র্যান্ড নিউ বেল্ট লোডার সংযোজন তারই ধারাবাহিকতা। বোসরা ইসলাম মহাব্যবস্থাপক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস
থার্ড টার্মিনালকে কেন্দ্র করে নতুন নতুন ইক্যুইপমেন্ট সংযোজনের পাশাপাশি জিএসই অপারেটর, মেকানিক নিয়োগ এবং প্রশিক্ষণের মাধ্যমে জিএসই বিভাগের সক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে; যা যাত্রীদের ব্যাগেজ প্রাপ্তির সময় কমিয়ে এনেছে। ফলে বর্তমানে ১৮-৫১ মিনিটের মধ্যে ব্যাগেজ ডেলিভারির হার ৮৫ শতাংশে এ উন্নীত হয়েছে। এটি শতভাগে উন্নীতের চেষ্টা চলছে। এয়ারপোর্ট সার্ভিসে জনবল বাড়াতে ইতিমধ্যে ১০০ গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয়েছে এবং নতুন আরও নিয়োগ চলমান রয়েছে। ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসের উন্নতির স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশন্স (আইএসএজিও) সনদ লাভ করেছে।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
৫ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
৬ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
৬ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
৬ ঘণ্টা আগে