Ajker Patrika

এলপিজি ও অটোগ্যাসের দাম কমল

এলপিজি ও অটোগ্যাসের দাম কমল

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম নির্ধারণের কথা জানান।

বিইআরসি একই সঙ্গে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করেছে ১১৩ টাকা ৫৫ পয়সা। অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও কমানো হয়েছে।

কমিশন যানবাহনের জ্বালানি অটোগ্যাসের দামও কমিয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৫৩ পয়সা। যা গত মে মাসে ছিল ৬৩ টাকা ৯২ পয়সা।

এলপিজি ও অটোগ্যাসের নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি কোম্পানি আরামকো জুন মাসের জন্য প্রোপেন এবং বিউটেনের দাম যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৮০ দশমিক ৬০ মার্কিন ডলার ও ৫৬৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এতে প্রতি মেট্রিক টন এলএনজির দাম ৫৭০ দশমিক ২৫ মার্কিন ডলার দাঁড়ায়। সেই বিবেচনায় জুন মাসের জন্য দেশে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই দাম সমন্বয় করা হয়েছে।

বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান ও ড. মো. হেলাল উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত