Ajker Patrika

ঘরের ডলার ব্যাংকে ফেরাতে সুদহারে নতুন নিয়ম

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

ডলারসহ আট ধরনের বিদেশি মুদ্রায় হিসাব খুলছে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো। দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা হিসাব বা আরএফএসডি হিসাবের বিপরীতে সুদের হার বেঁধে দিত বাংলাদেশ ব্যাংক। এবার ডলার ব্যাংকে ফেরাতে হিসাবধারীদের সঞ্চয়ের বিপরীতে সুদের হারে সীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক।

নতুন নিয়মে দেশের মধ্যে বৈদেশিক মুদ্রা হিসাবে এক মাস অর্থ রাখলে তার সুদ গ্রাহক-ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার দেশে বসবাসকারীদের খোলা বৈদেশিক মুদ্রা হিসাবের জন্য সুদের হার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরএফএসডি হিসাবধারীদের ওপর নির্ভরশীল স্বজনেরা এ হিসাবের বৈদেশিক মুদ্রা বিদেশে নিয়ে ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে এ হিসাবে অন্তত এক মাস সঞ্চয় রাখা অর্থের বিপরীতে প্রতি মাসের বৈদেশিক মুদ্রার জন্য সুদের হার নিজেরা ঠিক করে নিতে পারবেন। এখন ডলার বাসায় ফেলে রাখার প্রবণতা কমবে। তারা বাড়তি সুদ দাবি করে ব্যাংকে রাখতে পারবেন ডলারসহ বিদেশি মুদ্রা। যার ফলে ডলার সংকট অনেকটা দূর হবে।

উল্লেখ্য, ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, সুইস ফ্রাঙ্ক, চাইনিজ মুদ্রা ইউয়ান ও সিঙ্গাপুর ডলার রাখতে হিসাব খোলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত