ঢাকায় ৩ দিনের পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার, কুপনে মিলবে গিফট ভাউচার

বিশেষ প্রতিনিধি, ঢাকা
Thumbnail image

ঢাকায় শুরু হচ্ছে ১১ তম এশিয়ান টুরিজম ফেয়ার–২০২৪। আগামী ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। পর্যটন বিচিত্রার আয়োজনে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ টুরিজম বোর্ড, টুরিস্ট পুলিশ বাংলাদেশের সহযোগিতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। 

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মেলার বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন এশিয়ান টুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল। 

তিনি বলেন, আসন্ন ১১ তম এশিয়ান টুরিজম ফেয়ারে বাংলাদেশসহ মালদ্বীপ, চীনা, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভুটান, সিঙ্গাপুরের শতাধিক পর্যটন সংস্থা অংশ নেন। মেলায় থাকবে দেশ–বিদেশে বেড়ানোর আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়। 

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—হোটেল, মোটেল, রিসোর্ট, ক্রুজলাইন্স, এয়ারলাইনস, ট্যুর অপারেটর ও থিমপার্কসহ বিনোদনের আরও অনেক প্রতিষ্ঠান। 

এ ছাড়া মেলায় বৈচিত্র্যময় আয়োজনে থাকবে পর্যটনবিষয়ক সেমিনার, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজনেস টু বিজনেস (বিটুবি) মিটিং। 

মেলার প্রতিদিন সন্ধ্যায় থাকবে বাংলাদেশ, চীন ও ফিলিপাইনের সাংস্কৃতিক অনুষ্ঠান। 

মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস, প্রাইম পার্টনার কান্ট্রি মালদ্বীপ এবং হসপিটালিটি পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ব্যাংক পার্টনার হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রিসোর্ট পার্টনার ছুটি গ্রুপ, ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস, কানেকটিভিটি পার্টনার এডিএন টেলিকম, ক্রুজ পার্টনার ঢাকা ডিনার ক্রুজ। 

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান টুরিজম ফেয়ার নিয়ে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকমেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের বিপরীতে র‍্যাফেল ড্র বিজয়ীদের জন্য থাকবে এয়ারলাইনস টিকিটসহ বেড়ানোর আকর্ষণীয় গিফট ভাউচার। 

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশে মালদ্বীপের হাই কমিশনের থার্ড সেক্রেটারি আশিথ শামলা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ টুরিজম বোর্ড এবং টুরিস্ট পুলিশের প্রতিনিধি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত