এআইআইবির ৪০ কোটি ডলার সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

দেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সোয়া চার হাজার কোটি টাকা। এ বিষয়ে গতকাল বুধবার সরকার ও এআইআইবির মধ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং এআইআইবির ভাইস প্রেসিডেন্ট ওরজিট আর প্যাটেল চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডি জানিয়েছে, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে দেশের অর্থনীতি নানা বিরূপ পরিস্থিতির মুখে পড়েছে। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমদানি বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি, মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ইত্যাদি উল্লেখ্য। এমন অর্থনৈতিক সংকট মোকাবিলায় এআইআইবিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী বাজেট সহায়তা দিতে সম্মত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত