বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সোনালী ব্যাংকের অনুদান

অনলাইন ডেস্ক
Thumbnail image

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ও সিএসআর তহবিল থেকে মোট তিন কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করা হয়েছে। 

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ অনুদান গ্রহণ করেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ন্যায়পাল একেএম কামরুল ইসলাম এফসিএ এবং ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মো. মুরশেদুল কবীর। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী, সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার প্রণতি দাস, পাবলিক রিলেশন্স ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. তানজিমুল ইসলাম। 

উল্লেখ্য, গত মঙ্গলবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮০ তম সভায় উক্ত আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত