অনলাইন ডেস্ক
আমেরিকা-ভিত্তিক ফিনটেক সফটওয়্যার কোম্পানি-ড্রিমস্টার্ট ল্যাবসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির উদ্দেশ্য হলো, ব্যাংকের মাইক্রো ফাইন্যান্স পার্টনারস (এমএফআইএস) ও বিভিন্ন কমিউনিটি ভিত্তিক সেভিং গ্রুপগুলোকে তাদের অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করা।
ড্রিমস্টার্ট ল্যাবস ড্রিমসেভ অ্যাপটি তৈরি করেছে। আর্থিক অন্তর্ভুক্তির জন্য পুরস্কার বিজয়ী এই অ্যাপটি এমএফআই প্রতিষ্ঠানগুলোকে তৃণমূল পর্যায়ের ঋণগ্রহীতাদের অর্থায়নে সাহায্য করবে। ড্রিমস্টার্ট ল্যাব সিলিকন ভ্যালির একটি উদ্ভাবন, যা দারিদ্র্য বিমোচনের বৈশ্বিক প্রচেষ্টায় সহায়ক ভূমিকা পালন করছে। এটি এমন একটি উদ্ভাবনী উদ্যোগ যেখানে শ্রেষ্ঠত্ব, প্রভাব এবং ব্যাপ্তিই মূল চাবিকাঠি।
এই অ্যাপটি ইমার্জিং মার্কেটে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে অর্থ সঞ্চয়ে, ঋণ পেতে ও আর্থিক লক্ষ্য অর্জনে সাহায্য করে। সদস্যরা যেহেতু অ্যাপটি ব্যবহার করেন, তাই ড্রিমসেভ ডেটা-ভিত্তিক ক্রেডিটি স্কোর তৈরি করে। এর ফলে মাইক্রো ফাইন্যান্স পার্টনারস নিরাপত্তা, স্বচ্ছতা ও কার্যকারিতার সঙ্গে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদান করতে পারে।
ড্রিমস্টার্ট ল্যাবস ইনক্লুসিভ ফিনটেক ৫০ এর সদস্য, যা বিশ্বব্যাপী ৩০০ কোটি মানুষের জন্য আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রমে নিয়োজিত সেরা ৫০টি স্টার্টআপকে সম্মাননা প্রদান করেছে। ড্রিমসেভ অ্যাপটিকে ফাস্ট কোম্পানির ‘বেস্ট ডেভেলপিং ওয়ার্ল্ড টেকনোলজি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রেডিট স্কোরিং, মোবাইল টেকনোলজি এবং অ্যাপ ডিজাইনের মতো উদ্ভাবনের জন্য পুরস্কার প্রদান করা হয়েছে।
অ্যাপটি ব্র্যাক ব্যাংকের এমএফআই বিজনেস পোর্টফোলিও সম্প্রসারণে সহায়তা করবে। ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ড্রিমস্টার্ট ল্যাবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়েস ওয়াসন গত ৫ জুন ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হেড অব মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব এসএমই প্রোডাক্ট টিম আজিজুল হক, হেড অব এগ্রিকালচার ফাইন্যান্স এস এম সাইফুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার ফরহাদ আহমেদ।
এই পার্টনারশিপের আওতায় ব্র্যাক ব্যাংক ও ড্রিমস্টার্ট ল্যাবস ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত নবো যাত্রা প্রজেক্টের সেভিং গ্রুপগুলোর মধ্যে ড্রিমসেভ অ্যাপটির ব্যবহার আরও বাড়াবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই প্রজেক্টটি বাস্তবায়ন করছে।
ড্রিমস্টার্ট ল্যাবসের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অব পার্টি অ্যালেক্স বেকুন্ডা এবং ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত নবো যাত্রা প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইকোনমিক মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ম্যানেজার মো: আসাদুজ্জামান।
আমেরিকা-ভিত্তিক ফিনটেক সফটওয়্যার কোম্পানি-ড্রিমস্টার্ট ল্যাবসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির উদ্দেশ্য হলো, ব্যাংকের মাইক্রো ফাইন্যান্স পার্টনারস (এমএফআইএস) ও বিভিন্ন কমিউনিটি ভিত্তিক সেভিং গ্রুপগুলোকে তাদের অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করা।
ড্রিমস্টার্ট ল্যাবস ড্রিমসেভ অ্যাপটি তৈরি করেছে। আর্থিক অন্তর্ভুক্তির জন্য পুরস্কার বিজয়ী এই অ্যাপটি এমএফআই প্রতিষ্ঠানগুলোকে তৃণমূল পর্যায়ের ঋণগ্রহীতাদের অর্থায়নে সাহায্য করবে। ড্রিমস্টার্ট ল্যাব সিলিকন ভ্যালির একটি উদ্ভাবন, যা দারিদ্র্য বিমোচনের বৈশ্বিক প্রচেষ্টায় সহায়ক ভূমিকা পালন করছে। এটি এমন একটি উদ্ভাবনী উদ্যোগ যেখানে শ্রেষ্ঠত্ব, প্রভাব এবং ব্যাপ্তিই মূল চাবিকাঠি।
এই অ্যাপটি ইমার্জিং মার্কেটে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে অর্থ সঞ্চয়ে, ঋণ পেতে ও আর্থিক লক্ষ্য অর্জনে সাহায্য করে। সদস্যরা যেহেতু অ্যাপটি ব্যবহার করেন, তাই ড্রিমসেভ ডেটা-ভিত্তিক ক্রেডিটি স্কোর তৈরি করে। এর ফলে মাইক্রো ফাইন্যান্স পার্টনারস নিরাপত্তা, স্বচ্ছতা ও কার্যকারিতার সঙ্গে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদান করতে পারে।
ড্রিমস্টার্ট ল্যাবস ইনক্লুসিভ ফিনটেক ৫০ এর সদস্য, যা বিশ্বব্যাপী ৩০০ কোটি মানুষের জন্য আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রমে নিয়োজিত সেরা ৫০টি স্টার্টআপকে সম্মাননা প্রদান করেছে। ড্রিমসেভ অ্যাপটিকে ফাস্ট কোম্পানির ‘বেস্ট ডেভেলপিং ওয়ার্ল্ড টেকনোলজি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রেডিট স্কোরিং, মোবাইল টেকনোলজি এবং অ্যাপ ডিজাইনের মতো উদ্ভাবনের জন্য পুরস্কার প্রদান করা হয়েছে।
অ্যাপটি ব্র্যাক ব্যাংকের এমএফআই বিজনেস পোর্টফোলিও সম্প্রসারণে সহায়তা করবে। ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ড্রিমস্টার্ট ল্যাবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়েস ওয়াসন গত ৫ জুন ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হেড অব মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব এসএমই প্রোডাক্ট টিম আজিজুল হক, হেড অব এগ্রিকালচার ফাইন্যান্স এস এম সাইফুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার ফরহাদ আহমেদ।
এই পার্টনারশিপের আওতায় ব্র্যাক ব্যাংক ও ড্রিমস্টার্ট ল্যাবস ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত নবো যাত্রা প্রজেক্টের সেভিং গ্রুপগুলোর মধ্যে ড্রিমসেভ অ্যাপটির ব্যবহার আরও বাড়াবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই প্রজেক্টটি বাস্তবায়ন করছে।
ড্রিমস্টার্ট ল্যাবসের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অব পার্টি অ্যালেক্স বেকুন্ডা এবং ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত নবো যাত্রা প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইকোনমিক মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ম্যানেজার মো: আসাদুজ্জামান।
নভেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসীরা ১৭৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ধারাবাহিক বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ২.২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
৩৬ মিনিট আগেতৈরি পোশাকশিল্পের বার্ষিক মজুরি বৃদ্ধি নিয়ে মালিকপক্ষ ৬ শতাংশ ও শ্রমিকপক্ষ ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আলোচনার অগ্রগতি হয়নি, ২৮ নভেম্বর চতুর্থ বৈঠক হবে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থি নীল দল। ১৫টি পদের মধ্যে ৯টিতে জয়লাভ করে তারা। বিএনপি-জামায়াত সমর্থিত সবুজ দল থেকে ১টি এবং স্বতন্ত্র হলুদ দল ৫টি পদে বিজয়ী হয়েছে।
২ ঘণ্টা আগেদেশের ২৬ সাংবাদিকসহ ২৯ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। রোববার বিএফআইইউয়ের সংশ্লিষ্ট একা
২ ঘণ্টা আগে