Ajker Patrika

ইসলামী ব্যাংকের মেহেন্দীগঞ্জ উপশাখা উদ্বোধন

বিজ্ঞপ্তি  
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬: ০৪
ইসলামী ব্যাংকের মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত
ইসলামী ব্যাংকের মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরিশাল শাখার অধীন মেহেন্দীগঞ্জ উপশাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় এই উপশাখা উদ্বোধন করা হয়।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এম. কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. সরোয়ার হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখাপ্রধান মো. নুরুজ্জামান।

গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খোকন গাজী ও মাহবুব আলম তালুকদার, পাতারহাট বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সেলিম, সমাজসেবক মো. সফিকুল ইসলাম, এম সাইফুর রহমান ও গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. কামাল উদ্দিন খান ও সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মেহেন্দীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ. রাজ্জাক খান এবং সাংবাদিক জাহেদুল বারি খোকন।

অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জানান মেহেন্দীগঞ্জ উপশাখার ইনচার্জ মো. রাকিবুল হাসান। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত