বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আন্তর্জাতিক রোটারি প্রেসিডেন্ট শেখর মেহতার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২২, ১৯: ৩৭
আপডেট : ২৮ জুন ২০২২, ২১: ৪৮

রোটারি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রেসিডেন্ট শেখর মেহতা রোটারিয়ানদের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ঢাকায় রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১-এর সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শেখর মেহতা বর্তমানে বাংলাদেশ সফর করছেন। রোটারির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রোটারি গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, গভর্নর (নির্বাচিত) ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, গভর্নর (নমিনি) আশরাফুজ্জামান নান্নু, ইভেন্ট চেয়ার এম মঞ্জুরুল হক এবং রোটারির অন্যান্য নেতা বক্তব্য দেন। 

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সেরা রোটারিয়ানদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত