বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংক, প্রভাতী৩-এলজিইডি এবং বিকাশ লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের তিস্তা-ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলের তরুণদের প্রশিক্ষণ সুবিধার জন্য ডিজিটাল চ্যানেলে উপবৃত্তি দেওয়া সহজতর করার লক্ষ্যে এই চুক্তি হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর এলজিইডি কার্যালয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ এবং প্রভাতী৩-এলজিইডির প্রকল্প পরিচালক মো. আনিসুল ওয়াহাব খান।
এই চুক্তির অধীনে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) অর্থায়নে প্রভাতী ৩ (পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ইনফ্রাস্ট্রাকচার, দক্ষতা ও তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিতে কাজ করে যারা) প্রকল্পের সুবিধাভোগীরা এখন থেকে বিকাশ অ্যাপের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণের উপবৃত্তি পাবেন, যেখানে ব্র্যাক ব্যাংক প্রাপকদের অর্থের যথাযথ নিরাপত্তা দেওয়ার মাধ্যমে সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে।
এই প্রকল্পের ‘স্কিল ডেভেলপমেন্ট অব ইয়ুথ ফর এমপ্লয়মেন্ট’ উদ্যোগের মাধ্যমে তিস্তা-ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলের ছয় জেলার ২৫ উপজেলার সুবিধাবঞ্চিত যুবকদের ভকেশনাল প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার পর ব্র্যাক ব্যাংক এবং বিকাশের মাধ্যমে উপবৃত্তির অর্থ ডিজিটাল উপায়ে দেওয়া হবে। এর ফলে অর্থ বিতরণ প্রক্রিয়ায় কার্যকারিতা এবং স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে গ্রামীণ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে।
চুক্তিটি দেশের হাজার হাজার সুবিধাভোগীদের কল্যাণ এবং শিক্ষা সহায়তায় সুযোগ দেওয়ার মাধ্যমে তাঁদের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে তাঁরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকেই ব্রাঞ্চ ভিজিট কিংবা কাগজপত্রের ঝামেলা ছাড়াই উপবৃত্তির টাকা গ্রহণ করতে পারবে।
ব্র্যাক ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির মূল্যবোধকে প্রতিফলিত করার মাধ্যমে এই উদ্যোগের লক্ষ্য হলো সারা বাংলাদেশে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে ক্ষমতায়িত করা।
চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে যেতে বাংলাদেশ সরকার এবং বিকাশের সঙ্গে চুক্তি করতে পেরে সত্যিই অনেক গর্বিত। এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তির উন্নয়ন এবং সরকারের গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগে সহায়তার বিষয়ে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলজিইডি থেকে আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ ও শেখ মুজাক্কা জাহের।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজেকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ট্রানজেকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মেজর মোহাম্মদ আরিফ চৌধুরী (অব.)। বিকাশ লিমিটেডের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানের গভর্নমেন্ট ডিজবার্সমেন্টের ভাইস প্রেসিডেন্ট আশিক ইকবাল।
ব্র্যাক ব্যাংক, প্রভাতী৩-এলজিইডি এবং বিকাশ লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের তিস্তা-ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলের তরুণদের প্রশিক্ষণ সুবিধার জন্য ডিজিটাল চ্যানেলে উপবৃত্তি দেওয়া সহজতর করার লক্ষ্যে এই চুক্তি হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর এলজিইডি কার্যালয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ এবং প্রভাতী৩-এলজিইডির প্রকল্প পরিচালক মো. আনিসুল ওয়াহাব খান।
এই চুক্তির অধীনে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) অর্থায়নে প্রভাতী ৩ (পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ইনফ্রাস্ট্রাকচার, দক্ষতা ও তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিতে কাজ করে যারা) প্রকল্পের সুবিধাভোগীরা এখন থেকে বিকাশ অ্যাপের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণের উপবৃত্তি পাবেন, যেখানে ব্র্যাক ব্যাংক প্রাপকদের অর্থের যথাযথ নিরাপত্তা দেওয়ার মাধ্যমে সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে।
এই প্রকল্পের ‘স্কিল ডেভেলপমেন্ট অব ইয়ুথ ফর এমপ্লয়মেন্ট’ উদ্যোগের মাধ্যমে তিস্তা-ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলের ছয় জেলার ২৫ উপজেলার সুবিধাবঞ্চিত যুবকদের ভকেশনাল প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার পর ব্র্যাক ব্যাংক এবং বিকাশের মাধ্যমে উপবৃত্তির অর্থ ডিজিটাল উপায়ে দেওয়া হবে। এর ফলে অর্থ বিতরণ প্রক্রিয়ায় কার্যকারিতা এবং স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে গ্রামীণ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে।
চুক্তিটি দেশের হাজার হাজার সুবিধাভোগীদের কল্যাণ এবং শিক্ষা সহায়তায় সুযোগ দেওয়ার মাধ্যমে তাঁদের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে তাঁরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকেই ব্রাঞ্চ ভিজিট কিংবা কাগজপত্রের ঝামেলা ছাড়াই উপবৃত্তির টাকা গ্রহণ করতে পারবে।
ব্র্যাক ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির মূল্যবোধকে প্রতিফলিত করার মাধ্যমে এই উদ্যোগের লক্ষ্য হলো সারা বাংলাদেশে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে ক্ষমতায়িত করা।
চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে যেতে বাংলাদেশ সরকার এবং বিকাশের সঙ্গে চুক্তি করতে পেরে সত্যিই অনেক গর্বিত। এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তির উন্নয়ন এবং সরকারের গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগে সহায়তার বিষয়ে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলজিইডি থেকে আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ ও শেখ মুজাক্কা জাহের।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজেকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ট্রানজেকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মেজর মোহাম্মদ আরিফ চৌধুরী (অব.)। বিকাশ লিমিটেডের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানের গভর্নমেন্ট ডিজবার্সমেন্টের ভাইস প্রেসিডেন্ট আশিক ইকবাল।
মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘হাওরের মাছ প্রকৃতির দান। প্রকৃতির বিরুদ্ধাচরণ করে মাছের প্রজননের জন্য নির্দিষ্ট সময় না দিয়ে মানুষ ভোক্তা ও আহরণকারী হিসেবে অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।’
২৬ মিনিট আগেডিজিটাল মার্কেটিং খাতে দক্ষতা উন্নয়ন এবং কার্যক্রম গতিশীল করতে বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা গত বৃহস্পতিবার রাজধানীর বেসিস বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কে. এ. এম. রাশেদুল মাজিদ। বৈঠকে উপস্থিত ছিলেন ডিরেক্টর-ইন-চার্জ ড. মোহাম্মদ রিসালাত...
৩ ঘণ্টা আগেআমি জানি আপনারা অনেক কষ্টে আছেন। তবে এটাও বলতে চাই যে-আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে পেঁয়াজ, চিনি এবং তেলের দাম কিছুটা কমে এসেছে...
৮ ঘণ্টা আগেভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানিকে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরেরা। এর পরপরই কেনিয়ায় গ্রুপটির দুটি বড় প্রকল্প বাতিল হয়ে গেছে। যদিও আদানি গ্রুপ তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে।
৯ ঘণ্টা আগে