সেমস-গ্লোবাল ও সিসিপিআইটি টেক্সের আয়োজনে আইসিসিবিতে চলছে পোশাক প্রদর্শনী

বিজ্ঞপ্তি  
Thumbnail image
সেমস-গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়নার আয়োজনে আইসিসিবিতে চলছে পোশাক প্রদর্শনী। ছবি: সংগৃহীত

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি টেক্স চায়না) যৌথ আয়োজনে চার দিনব্যাপী ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫-উইনটার এডিশন শুরু হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাকশিল্প সংশ্লিষ্টদের অংশগ্রহণে ১৫-১৮ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফ্যাব্রিক, ট্রিমস এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ২৩ তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫–উইনটার এডিশন। একই সঙ্গে, বিশ্বব্যাপী ডেনিম, জিনস ও আনুষঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের সামগ্রিক ডেনিম এবং পোশাক শিল্পের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হচ্ছে ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫।

এসব প্রদর্শনী সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত বিশ্বব্যাপী বহুল প্রশংসিত ও তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের একটি অংশ; যা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে। প্রদর্শনী দুটিতে ৬৫০ টির বেশি বুথ নিয়ে ১৫ টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করবে। পাশাপাশি, প্রদর্শনী চলাকালীন ৩টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জিসিএল ইন্টারন্যাশনাল লিমিটেডের সহ-আয়োজনে ‘মাস্টারিং কমপ্লায়েন্স: ইন্সসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজিক ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার; আজ বৃহস্পপতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির সহ-আয়োজনে ‘ড্রাইভিং টেক্সটাইল কমপিটিটিভনেস: সাপ্লাই চেইন্স অ্যাজ দ্যা গেম চেঞ্জার’ শীর্ষক সেমিনার এবং আজ বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেক্সাস টিভির সহ-আয়োজনে ‘ফ্রম ফেব্রিকস টু ফ্যাশন: দ্যা কম্পিটেটিভ এডজ অব গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত দ্য ডেইলি সানের সহ-আয়োজনে ‘স্ট্রেন্থেনিং লোকাল-গ্লোবাল সিনার্জিজস ইন ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক ট্রেড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

আয়োজক প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ), নিউইয়র্কভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবাল ৩২ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক খাত সংশ্লিষ্ট পেশাদার বিজনেস টু বিজনেস (বি-টু-বি) ট্রেড শো আয়োজন করে আসছে। বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি বিভিন্ন ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করছে। এ ছাড়া, সেমস-গ্লোবাল ইউএসএ একটি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে ট্রেড অ্যাসোসিয়েশন, সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাজার গবেষণা, রপ্তানি কৌশল উন্নয়ন, অংশীদার শনাক্তকরণ এবং বাণিজ্য প্রচারসহ বিভিন্নভাবে সহায়তা করছে।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সিসিপিআইটি টেক্স, চীনা টেক্সটাইল ও পোশাকশিল্পের সঙ্গে এ খাতের বৈশ্বিক ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, ব্যবসায়িক সহযোগিতা, পেশাদারি ও চমৎকার নেটওয়ার্কিংয়ের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।

গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে প্রদর্শনী দুটির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য অ্যাম্বাসি অব দ্যা পিপলস রিপাবলিক অব চায়না ইন বাংলাদেশের কমার্শিয়াল কনস্যুলেট সং ইয়াং এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সেক্রেটারি অ্যান্ড এক্সিকিউটিভ মেম্বার (ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, দ্য অ্যাম্বাসি অব দ্যা পিপলস রিপাবলিক অব চায়না ইন বাংলাদেশের সেক্রেটারি ঝাং জিয়ান।

আয়োজকরা জানান, প্রদর্শনী দুটিতে ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত একটি কার্যকর মিটিং প্লেস, যেখানে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবেন। এ প্রদর্শনীর মধ্য দিয়ে সেমস-গ্লোবাল ইউএসএ এবং সিসিপিআইটি-টেক্স চায়নার যৌথ প্রচেষ্টার ৮ম বর্ষ পূর্তি হবে। এই প্রদর্শনীগুলো বাংলাদেশে টেক্সটাইল শিল্পের অগ্রগতি এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক শিল্প রপ্তানি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে আসছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে এবং সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত