বাউফলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কম্বল বিতরণ

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২২: ০২
Thumbnail image
বাউফলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কম্বল বিতরণ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে আজ শনিবার কম্বল বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম শাহেদা-গফুর-ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে প্রায় ৫০০ লোকের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণের সময় ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক মওদুদ আহমেদ, কালাইয়া শাখার ব্যবস্থাপক মো. আল মামুন, ব্যাংকের বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ফিরোজ আলম বাউফল, কালাইয়া ও নওমালার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা ও কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝেও বিপুলসংখ্যক কম্বল বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত