Ajker Patrika

চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

বিজ্ঞপ্তি  
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৬: ০৫
চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ। ছবি: সংগৃহীত

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে কম্বল বিতরণ করেছে শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। গত শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র শাহাদাত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আযম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও আর নিজাম রোড শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান বাবু এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি শীত মৌসুমে ১ লাখ ৫০ হাজার কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এই কার্যক্রমের আওতায় প্রধান উপদেষ্টার ত্রাণভান্ডারে কম্বল দেওয়া ছাড়া দেশব্যাপী ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমেও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত