Ajker Patrika

৪ বছর পর চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার, বিমানে ফিরলেন ক্যাপ্টেন মাহবুব

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন মাহবুবুর রহমান দীর্ঘ সংগ্রামের পর অবশেষে চাকরিতে পুনর্বহাল হয়েছেন। বাংলাদেশ এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সাবেক সভাপতি ক্যাপ্টেন মাহবুবকে ২০২১ সালে কোনো ব্যাখ্যা ছাড়াই চাকরিচ্যুত করা হয়।

গতকাল সোমবার এক বিবৃতিতে বাপা জানিয়েছে, বেতন বৈষম্যের বিরুদ্ধে বৈধ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ক্যাপ্টেন মাহবুবকে অন্যায্যভাবে বরখাস্ত করা হয়। অথচ এই আন্দোলনের ফলেই সব পাইলট তাদের ন্যায্য পাওনা বুঝে পেয়েছিলেন।

সংগঠনটি বলছে, এটি শ্রম আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

চাকরিতে পুনর্বহাল হয়ে ক্যাপ্টেন মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই অবিচারের বিরুদ্ধে লড়াই করেছি। আজ বিমানের এই সিদ্ধান্ত ন্যায়বিচারের পথে একটি বড় অগ্রগতি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোর্ড ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটি শুধু আমার জন্য নয়, বরং শ্রম আইনের প্রতি সম্মান প্রদর্শন ও পুরো বিমান শিল্পের জন্য একটি দৃষ্টান্ত।’

বাপার বিবৃতিতে আরও বলা হয়, বিমান কর্তৃপক্ষ তাঁর চাকরির পূর্ণ মেয়াদকাল ও জ্যেষ্ঠতা স্বীকৃতি দিয়েছে, যা ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাপা বিমান পরিচালনা পর্ষদ ও কর্তৃপক্ষকে এই ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছে।

বিবৃতিতে সংগঠনটি উল্লেখ করে, ‘যদিও দেরি হয়েছে, তাঁর পুনর্বহাল হওয়া প্রশংসনীয়। এখন আশা করা যায়, বিমান তাঁর বকেয়া বেতনের বিষয়টিও সমাধান করবে এবং চাকরিচ্যুতির সময়কালের সম্পূর্ণ পাওনা পরিশোধ নিশ্চিত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

ভারতকে ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী বলল তুলসী গ্যাবার্ডের দপ্তর

বাংলাদেশকে ‘ধন্যবাদ’ দিয়ে রাফিনহাকে বিনয়ী হতে বললেন এনজো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত