Ajker Patrika

‘বাই-ওয়ান গেট-ওয়ান’ অফারে টিকিট দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

‘বাই-ওয়ান গেট-ওয়ান’ অফারে টিকিট দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা। ছবি: সংগৃহীত
‘বাই-ওয়ান গেট-ওয়ান’ অফারে টিকিট দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা। ছবি: সংগৃহীত

দুই বছরপূর্তির আগেই আইএটিএ (IATA) মেম্বার এয়ারলাইন হিসাবে স্বীকৃতি পাওয়ায় যাত্রীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। ‘বাই-ওয়ান গেট-ওয়ান’ ভিত্তিতে ২০ হাজার সিট উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

এই বিশেষ অফারে এয়ার অ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস এবং সেলস অফিস থেকে যাত্রীরা টিকিট ক্রয় করতে পারবেন।

অফারটি সম্পর্কে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, ‘এয়ার অ্যাস্ট্রা সব সময় যাত্রীদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করে, আমরা এরই মধ্যে ইন-ফ্লাইটে শিশুদের জন্য ফানবুক, ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেটসহ বিভিন্ন সুবিধাদি যোগ করেছি। আর এবার এয়ার অ্যাস্ট্রার দুই বছরপূর্তি উপলক্ষে আমরা ২০ হাজার সিট বাই-ওয়ান গেট-ওয়ান ফ্রি অফারে দিচ্ছি।’

অফারটি পেতে হলে সর্বনিম্ন দুজন যাত্রীকে একসঙ্গে টিকিট ক্রয় করতে হবে। একটি কিনলে একটি ফ্রি অফারে যাত্রীরা টিকিট ক্রয় করতে পারবেন ১৫ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এবং ভ্রমণ করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

আইএটিএ (IATA) মেম্বার এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৩টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত