বিজ্ঞপ্তি
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট-পরবর্তী আলোচনা সভা হয়েছে। গত শনিবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে এই আলোচনা সভা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য এ কে আজাদ। প্রধান বক্তা ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউর বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর সালমা করিম এবং ধন্যবাদ জানান ইউআইইউর স্কুল অব বিজনেস অব ইকোনমিকসের ডিন প্রফেসর মোহাম্মদ মুসা।
এ ছাড়া অধিবেশনে আলোচনায় ছিলেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (আরএপিআইডি) চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সরকারের সাবেক সেক্রেটারি (ফিন্যান্স) মাহবুব আহম্মেদ এবং ইউআইইউ ডিপার্টমেন্ট অব ইকোনমিকসের প্রধান প্রফেসর মোহাম্মাদ ওমর ফারুক। আলোচকেরা বাংলাদেশের ২০২৪-২৫ বাজেটের ওপর বিশদ আলোচনার পাশাপাশি বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা সম্পর্কে তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
প্রধান অতিথি এ কে আজাদ বলেন, ‘দেশকে শক্তিশালী করতে উন্নয়ন খাতের বাজেট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের এবারের বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ কম রাখা হয়েছে। জনকল্যাণমূলক বাজেটের জন্য সব ধরেনর অনিয়ম দূর করে সবকিছুর মধ্যে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে সামাজিক বৈষম্য দূর করতে হবে, তা না হলে সমাজ বা রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়বে। এ জন্য বাজেটে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে।’
প্রধান বক্তা প্রফেসর মুস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে আমাদের বাজেট অনেক কম। এবারের বাজেট বাস্তব কাজের সঙ্গে মিল না রেখে করা হয়েছে। আমাদের দেশে বড় বড় প্রজেক্ট শেষ হওয়ার আগেই পেমেন্ট শুরু হয়ে যায়। এ জন্য আয়ের বড় একটি অংশ ঋণ পরিষেবা কাজে লাগাতে হচ্ছে।’
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘বর্তমানে দেশে মধ্যম শ্রেণির মানুষ খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজেই দুর্নীতি চিহ্নিত করে দূর করা যায়।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট-পরবর্তী আলোচনা সভা হয়েছে। গত শনিবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে এই আলোচনা সভা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য এ কে আজাদ। প্রধান বক্তা ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউর বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর সালমা করিম এবং ধন্যবাদ জানান ইউআইইউর স্কুল অব বিজনেস অব ইকোনমিকসের ডিন প্রফেসর মোহাম্মদ মুসা।
এ ছাড়া অধিবেশনে আলোচনায় ছিলেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (আরএপিআইডি) চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সরকারের সাবেক সেক্রেটারি (ফিন্যান্স) মাহবুব আহম্মেদ এবং ইউআইইউ ডিপার্টমেন্ট অব ইকোনমিকসের প্রধান প্রফেসর মোহাম্মাদ ওমর ফারুক। আলোচকেরা বাংলাদেশের ২০২৪-২৫ বাজেটের ওপর বিশদ আলোচনার পাশাপাশি বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা সম্পর্কে তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
প্রধান অতিথি এ কে আজাদ বলেন, ‘দেশকে শক্তিশালী করতে উন্নয়ন খাতের বাজেট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের এবারের বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ কম রাখা হয়েছে। জনকল্যাণমূলক বাজেটের জন্য সব ধরেনর অনিয়ম দূর করে সবকিছুর মধ্যে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে সামাজিক বৈষম্য দূর করতে হবে, তা না হলে সমাজ বা রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়বে। এ জন্য বাজেটে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে।’
প্রধান বক্তা প্রফেসর মুস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে আমাদের বাজেট অনেক কম। এবারের বাজেট বাস্তব কাজের সঙ্গে মিল না রেখে করা হয়েছে। আমাদের দেশে বড় বড় প্রজেক্ট শেষ হওয়ার আগেই পেমেন্ট শুরু হয়ে যায়। এ জন্য আয়ের বড় একটি অংশ ঋণ পরিষেবা কাজে লাগাতে হচ্ছে।’
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘বর্তমানে দেশে মধ্যম শ্রেণির মানুষ খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজেই দুর্নীতি চিহ্নিত করে দূর করা যায়।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থি নীল দল। ১৫টি পদের মধ্যে ৯টিতে জয়লাভ করে তারা। বিএনপি-জামায়াত সমর্থিত সবুজ দল থেকে ১টি এবং স্বতন্ত্র হলুদ দল ৫টি পদে বিজয়ী হয়েছে।
১৫ মিনিট আগেদেশের ২৬ সাংবাদিকসহ ২৯ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। রোববার বিএফআইইউয়ের সংশ্লিষ্ট একা
৩৩ মিনিট আগেআইন মেনে ব্যবসা করার ক্ষেত্রে কর কাঠামোকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন ৫৭ শতাংশ এসএমই উদ্যোক্তা। আর ব্যবসা সনদ (ট্রেড লাইসেন্স) নবায়ন পদ্ধতিকে বাধা মনে করেন ৫৪ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। ট্রেড লাইসেন্সের অতিরিক্ত ব্যয়কে বাধা হিসেবে দেখছেন অন্তত ৫১ শতাংশ। আর ৪৪ শতাংশ উদ্যোক্তার দাবি, সরকার
২ ঘণ্টা আগেনদী, পাহাড় আর সাগরে ঘেরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের অনিন্দ্যসুন্দর জনপদ আমাদের এই বাংলাদেশ। এ দেশের বৈচিত্র্যময় সৌন্দর্যকে পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এ বছর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড রুচি আয়োজন করে ট্র্যাভেলের ছবি, ভিডিও আর গল্প নিয়ে প্রতিযোগিতা ‘রুচি বিউটিগ্রাম সিজন সিক্স’।
৩ ঘণ্টা আগে