বিজ্ঞপ্তি
অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত পারফরম্যান্সের নতুন সংযোজন এক্সব্লেড PGM-FI বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ১৬০ সিসির এই নতুন মোটরসাইকেলটি তরুণ রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে, যা স্টাইল, পারফরম্যান্স এবং নিরাপত্তার এক অনন্য সমন্বয়।
নতুন এক্সব্লেড উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, "হোন্ডার লক্ষ্য মানুষের জীবনকে আরও গতিময় ও উপভোগ্য করা। নতুন এক্সব্লেড FI সেই লক্ষ্যে আমাদের আরেকটি পদক্ষেপ।"
তিনি জানান, ২০১৯ সালে এক্সব্লেড সিরিজ চালুর পর থেকে বাংলাদেশে ৬০ হাজারের বেশি গ্রাহক এই মডেলের প্রতি আস্থা রেখেছেন। এবার আরও উন্নত প্রযুক্তি ও অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে এক্সব্লেড FI নতুন প্রজন্মের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন এক্সব্লেড PGM-FI-এর বিশেষ ফিচার
✅ ১৬০ সিসি ইউরো ৩ PGM-FI ইঞ্জিন, যা ১৪.৭ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে ও প্রতি লিটারে ৬০ কিমি মাইলেজ নিশ্চিত করে।
✅ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে থাকছে এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), পেটাল ডিস্ক ব্রেক, ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর, এবং সাইড স্ট্যান্ড কাট-অফ সুইচ।
✅ আকর্ষণীয় রোবো-ফেস এলইডি হেডলাইট, স্ট্রিট-টেক ডিজিটাল মিটার, শার্প স্কাল্পটেড ফুয়েল ট্যাংক ও স্টাইলিশ গ্রাফিক্স।
✅ রাইডারদের স্বাচ্ছন্দ্যের জন্য আরামদায়ক আসন ও স্বল্প রক্ষণাবেক্ষণযুক্ত সিল্ড চেইন।
বাংলাদেশে এক্সব্লেড PGM-FI-এর দাম নির্ধারণ করা হয়েছে ২,৪০,০০০ টাকা। এটি পাওয়া যাবে চারটি রঙে:
✅রেডিয়েন্ট রেড মেটালিক
✅ পার্ল ইগ্নিয়াস ব্ল্যাক
✅ ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক
✅ পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে
হোন্ডার নতুন এক্সব্লেড PGM-FI ১২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে হোন্ডার এক্সক্লুসিভ অথরাইজড ডিলার (HEAD) শো-রুমে পাওয়া যাবে।
👉 আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.bdhonda.com
📞 হটলাইন: ০৮০০০৪৩০৪৩০
📌 ফেসবুক পেজ: facebook.com/bdhondaofficial
অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত পারফরম্যান্সের নতুন সংযোজন এক্সব্লেড PGM-FI বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ১৬০ সিসির এই নতুন মোটরসাইকেলটি তরুণ রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে, যা স্টাইল, পারফরম্যান্স এবং নিরাপত্তার এক অনন্য সমন্বয়।
নতুন এক্সব্লেড উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, "হোন্ডার লক্ষ্য মানুষের জীবনকে আরও গতিময় ও উপভোগ্য করা। নতুন এক্সব্লেড FI সেই লক্ষ্যে আমাদের আরেকটি পদক্ষেপ।"
তিনি জানান, ২০১৯ সালে এক্সব্লেড সিরিজ চালুর পর থেকে বাংলাদেশে ৬০ হাজারের বেশি গ্রাহক এই মডেলের প্রতি আস্থা রেখেছেন। এবার আরও উন্নত প্রযুক্তি ও অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে এক্সব্লেড FI নতুন প্রজন্মের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন এক্সব্লেড PGM-FI-এর বিশেষ ফিচার
✅ ১৬০ সিসি ইউরো ৩ PGM-FI ইঞ্জিন, যা ১৪.৭ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে ও প্রতি লিটারে ৬০ কিমি মাইলেজ নিশ্চিত করে।
✅ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে থাকছে এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), পেটাল ডিস্ক ব্রেক, ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর, এবং সাইড স্ট্যান্ড কাট-অফ সুইচ।
✅ আকর্ষণীয় রোবো-ফেস এলইডি হেডলাইট, স্ট্রিট-টেক ডিজিটাল মিটার, শার্প স্কাল্পটেড ফুয়েল ট্যাংক ও স্টাইলিশ গ্রাফিক্স।
✅ রাইডারদের স্বাচ্ছন্দ্যের জন্য আরামদায়ক আসন ও স্বল্প রক্ষণাবেক্ষণযুক্ত সিল্ড চেইন।
বাংলাদেশে এক্সব্লেড PGM-FI-এর দাম নির্ধারণ করা হয়েছে ২,৪০,০০০ টাকা। এটি পাওয়া যাবে চারটি রঙে:
✅রেডিয়েন্ট রেড মেটালিক
✅ পার্ল ইগ্নিয়াস ব্ল্যাক
✅ ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক
✅ পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে
হোন্ডার নতুন এক্সব্লেড PGM-FI ১২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে হোন্ডার এক্সক্লুসিভ অথরাইজড ডিলার (HEAD) শো-রুমে পাওয়া যাবে।
👉 আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.bdhonda.com
📞 হটলাইন: ০৮০০০৪৩০৪৩০
📌 ফেসবুক পেজ: facebook.com/bdhondaofficial
সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) পাওয়ার লড়াইয়ে এখন কঠিন সময় পার করছে দেশ। এক দিকে রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক অনিশ্চয়তা, অন্য দিকে বৈদেশিক মুদ্রার চাপ—সব মিলিয়ে দেশের বিনিয়োগের মাঠ যেন ক্রমেই শুষ্ক হয়ে উঠছে। ২০২৪ সালে দেশে নিট এফডিআই নেমেছে মাত্র ১ দশমিক ২৭ বিলিয়ন ডলারে, যা গত পাঁচ বছরের মধ্যে...
৭ ঘণ্টা আগেঅর্থনৈতিক দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগ স্থবিরতার প্রেক্ষাপটে এখনো এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ—এমন মত দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার, নীতিগত প্রস্তুতি ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির..
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের হাওরাঞ্চলে বোরো মৌসুমের শুরুতেই স্পষ্ট হয়েছে লোকসানের সংকেত। সেচের অভাব, পানির সংকট ও রোগবালাইয়ে ফলন অনেক কম, বিনিয়োগ তুলতে না পারার শঙ্কায় দিশেহারা কৃষকেরা। এনজিও ও স্থানীয় ঋণদাতার কাছ থেকে ধার করা টাকাই এখন চাপ হয়ে ফিরছে। এই ক্ষতি কৃষকপাড়া ছাড়িয়ে প্রভাব ফেলছে স্থানীয় অর্থনীতিতে..
৮ ঘণ্টা আগেবিশ্বব্যাপী উদ্যোক্তারা পুঁজি সংগ্রহের জন্য পুঁজিবাজারের দিকে হাত বাড়ান। পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহের মাধ্যম হলো প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও। কিন্তু দেশের পুঁজিবাজারে এক বছরের বেশি সময় ধরে কোনো আইপিও অনুমোদন হয়নি। ফলে এই সময়ে বাজার থেকে পুঁজি সংগ্রহ করতে পারেনি কোনো কোম্পানি।
৮ ঘণ্টা আগে