পশু-প্রাণীর বিভিন্ন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট (এলআরআই)। এ উপলক্ষে আজ মঙ্গলবার শেকৃবি ও এলআরআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
আজ সকাল সাড়ে ১০টায় লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘রিস্ক ম্যানেজমেন্ট আন্ডার এইএসও ৯০০১’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। শেকৃবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ডিন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক মো. মোস্তফা কামাল এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম জানান, শেকৃবির শিক্ষকেরা, মাস্টার্স ও পিএইচডির গবেষকেরা লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের রিসোর্স ব্যবহার করে পশু-প্রাণীর বিভিন্ন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে একযোগে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন। এতে করে পারস্পরিক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সহজ হবে। ফলে দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় গবেষণা কার্যক্রম আরও বেগবান হবে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন এলআরআইয়ের পরিচালক মো. মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, দেশের বাইরে থেকে ভ্যাকসিন আমদানি করার ফলে সেসবের সঙ্গে বিভিন্ন রোগ জীবাণুও আমাদের দেশে প্রবেশ করে। ফলে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সে ক্ষেত্রে দেশেই সব ভ্যাকসিন উৎপাদন করা জরুরি হয়ে পড়েছে। প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের জনবলের ঘাটতি আছে। সে ক্ষেত্রে আমাদের দক্ষ গবেষকদের মাধ্যমে সে ঘাটতি পূরণ করা যাবে। আবার তাদের ভালো মানের ল্যাবরেটরি আছে যা আমাদের গবেষকবৃন্দ ব্যবহার করার মাধ্যমে নতুন নতুন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআরআইয়ের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার গোলাম মহিউদ্দিন, মুফতিকার আহমেদ, শেকৃবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।
পশু-প্রাণীর বিভিন্ন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট (এলআরআই)। এ উপলক্ষে আজ মঙ্গলবার শেকৃবি ও এলআরআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
আজ সকাল সাড়ে ১০টায় লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘রিস্ক ম্যানেজমেন্ট আন্ডার এইএসও ৯০০১’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। শেকৃবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ডিন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক মো. মোস্তফা কামাল এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম জানান, শেকৃবির শিক্ষকেরা, মাস্টার্স ও পিএইচডির গবেষকেরা লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের রিসোর্স ব্যবহার করে পশু-প্রাণীর বিভিন্ন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে একযোগে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন। এতে করে পারস্পরিক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সহজ হবে। ফলে দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় গবেষণা কার্যক্রম আরও বেগবান হবে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন এলআরআইয়ের পরিচালক মো. মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, দেশের বাইরে থেকে ভ্যাকসিন আমদানি করার ফলে সেসবের সঙ্গে বিভিন্ন রোগ জীবাণুও আমাদের দেশে প্রবেশ করে। ফলে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সে ক্ষেত্রে দেশেই সব ভ্যাকসিন উৎপাদন করা জরুরি হয়ে পড়েছে। প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের জনবলের ঘাটতি আছে। সে ক্ষেত্রে আমাদের দক্ষ গবেষকদের মাধ্যমে সে ঘাটতি পূরণ করা যাবে। আবার তাদের ভালো মানের ল্যাবরেটরি আছে যা আমাদের গবেষকবৃন্দ ব্যবহার করার মাধ্যমে নতুন নতুন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআরআইয়ের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার গোলাম মহিউদ্দিন, মুফতিকার আহমেদ, শেকৃবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বন্দর কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ সময় বন্দরে ২০ ফুট দীর্ঘ ৯ লাখ ২৭ হাজার ৭১৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলন
৬ ঘণ্টা আগে২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ই বেসরকারি খাতে ঋণের চাহিদা ছিল নিম্নমুখী। চলতি ২০২৫-২৬ অর্থবছরেও সেই প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৫ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯ দশমিক ২০ শতাংশ।
৬ ঘণ্টা আগেদেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি সম্পন্ন হয় চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে। সেই বন্দর ঘিরে এখন মাশুল বাড়ানোর একের পর এক ঘোষণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন সেবা খাতে হু হু করে বেড়ে চলেছে চার্জ ও সারচার্জ। ব্যবসায়ীদের আপত্তি, পুনর্বিবেচনার আহ্বান কিংবা সরকারের মধ্যস্থতার চেষ্টা—কোনোটি
৬ ঘণ্টা আগেবাংলাদেশে পাঁচটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের ব্যবসায়ীরা। খাতগুলো হলো—ডিজিটাল ফাইন্যান্স, খাদ্য ও পানীয় শিল্প, আবাসন ও নির্মাণ এবং জ্বালানি।
৬ ঘণ্টা আগে