নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খুব শিগগিরই এমিরেটস বহরে যুক্ত হতে যাচ্ছে সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০। উড়োজাহাজগুলো পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পাইলট ও কেবিন ক্রু প্রশিক্ষণের কাজ শুরু করেছে এয়ারলাইনটি। এ জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম বাবদ ব্যয় হচ্ছে ৪৮ মিলিয়ন মার্কিন ডলার।
প্রশিক্ষণ সরঞ্জামগুলোর মধ্যে থাকছে পাইলট সাপোর্ট সিস্টেমসহ (পিএসএস) তিনটি ফুল ফ্লাইট সিমুলেটর, একটি ফিক্সড বেইজড ট্রেইনিং ডিভাইস, একটি কেবিন ইমার্জেন্সি ইভাক্যুশন ট্রেইনার এবং একটি ডোর ট্রেইনার। প্রশিক্ষণের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করতে এমিরেটস নিজের উদ্যোগে নিজস্ব স্থাপনায় পিএসএসগুলো তৈরি করেছে। প্রশিক্ষণ সেশনগুলোতে যথাসম্ভব বাস্তব অভিজ্ঞতা প্রদানে ফ্লাইট ডেকের অনুকৃতির সঙ্গে অডিও-ভিজুয়াল সিস্টেম ব্যবহৃত হবে।
এমিরেটস ইতিমধ্যে এ৩৫০ উড়োজাহাজের জন্য ৩০ জন পাইলট এবং ৮২০ জন কেবিন ক্রুর প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নভেম্বরের শেষ নাগাদ আরও ৫০ জন পাইলট এ৩৫০ ফুল-ফ্লাইট সিমুলেটরের প্রশিক্ষণ সম্পন্ন করবে।
এমিরেটসের ভবিষ্যৎ উড়োজাহাজের জন্য ৬৫টি এয়ারবাস এ৩৫০ এবং বিভিন্ন ধরনের ২০৫টি বোয়িং ৭৭৭-এক্স অর্ডার করেছে।
চলতি বছরেই এমিরেটস তাদের আধুনিক পাইলট প্রশিক্ষণ স্থাপনা চালুর জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ৬৩ হাজার ৩১৮ বর্গফুট আয়তনের এই স্থাপনায় এ৩৫০ এবং ৭৭৭-এক্স উড়োজাহাজের জন্য ৬টি ফুল ফ্লাইট সিমুলেটর বে থাকছে। এমিরেটসের সকল পাইলট প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে মোট ১৭টি ফুল ফ্লাইট সিমুলেটর পাওয়া যাবে, যেখানে বৈমানিকেরা তাদের দক্ষতা উন্নয়নের জন্য বছরে ১ লাখ ৩০ হাজারের অধিক ঘণ্টা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
খুব শিগগিরই এমিরেটস বহরে যুক্ত হতে যাচ্ছে সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০। উড়োজাহাজগুলো পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পাইলট ও কেবিন ক্রু প্রশিক্ষণের কাজ শুরু করেছে এয়ারলাইনটি। এ জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম বাবদ ব্যয় হচ্ছে ৪৮ মিলিয়ন মার্কিন ডলার।
প্রশিক্ষণ সরঞ্জামগুলোর মধ্যে থাকছে পাইলট সাপোর্ট সিস্টেমসহ (পিএসএস) তিনটি ফুল ফ্লাইট সিমুলেটর, একটি ফিক্সড বেইজড ট্রেইনিং ডিভাইস, একটি কেবিন ইমার্জেন্সি ইভাক্যুশন ট্রেইনার এবং একটি ডোর ট্রেইনার। প্রশিক্ষণের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করতে এমিরেটস নিজের উদ্যোগে নিজস্ব স্থাপনায় পিএসএসগুলো তৈরি করেছে। প্রশিক্ষণ সেশনগুলোতে যথাসম্ভব বাস্তব অভিজ্ঞতা প্রদানে ফ্লাইট ডেকের অনুকৃতির সঙ্গে অডিও-ভিজুয়াল সিস্টেম ব্যবহৃত হবে।
এমিরেটস ইতিমধ্যে এ৩৫০ উড়োজাহাজের জন্য ৩০ জন পাইলট এবং ৮২০ জন কেবিন ক্রুর প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নভেম্বরের শেষ নাগাদ আরও ৫০ জন পাইলট এ৩৫০ ফুল-ফ্লাইট সিমুলেটরের প্রশিক্ষণ সম্পন্ন করবে।
এমিরেটসের ভবিষ্যৎ উড়োজাহাজের জন্য ৬৫টি এয়ারবাস এ৩৫০ এবং বিভিন্ন ধরনের ২০৫টি বোয়িং ৭৭৭-এক্স অর্ডার করেছে।
চলতি বছরেই এমিরেটস তাদের আধুনিক পাইলট প্রশিক্ষণ স্থাপনা চালুর জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ৬৩ হাজার ৩১৮ বর্গফুট আয়তনের এই স্থাপনায় এ৩৫০ এবং ৭৭৭-এক্স উড়োজাহাজের জন্য ৬টি ফুল ফ্লাইট সিমুলেটর বে থাকছে। এমিরেটসের সকল পাইলট প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে মোট ১৭টি ফুল ফ্লাইট সিমুলেটর পাওয়া যাবে, যেখানে বৈমানিকেরা তাদের দক্ষতা উন্নয়নের জন্য বছরে ১ লাখ ৩০ হাজারের অধিক ঘণ্টা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস আগামী জুন মাস থেকে উৎপাদন বাড়াবে এমন আলোচনা চাউর হয়েছে বাজারে। আর এই আলোচনা চাউর হওয়ার পরপরই গতকাল বুধবার বিশ্ববাজারে তেলের দামে পতন হয়েছে। এদিন দর কমেছে প্রায় ২ শতাংশ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপরে শুল্ক কমাতে পারেন—এমন খবরে দরপতন কি
২ ঘণ্টা আগেসরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) পাওয়ার লড়াইয়ে এখন কঠিন সময় পার করছে দেশ। এক দিকে রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক অনিশ্চয়তা, অন্য দিকে বৈদেশিক মুদ্রার চাপ—সব মিলিয়ে দেশের বিনিয়োগের মাঠ যেন ক্রমেই শুষ্ক হয়ে উঠছে। ২০২৪ সালে দেশে নিট এফডিআই নেমেছে মাত্র ১ দশমিক ২৭ বিলিয়ন ডলারে, যা গত পাঁচ বছরের মধ্যে...
১০ ঘণ্টা আগেঅর্থনৈতিক দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগ স্থবিরতার প্রেক্ষাপটে এখনো এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ—এমন মত দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার, নীতিগত প্রস্তুতি ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির..
১০ ঘণ্টা আগেমৌলভীবাজারের হাওরাঞ্চলে বোরো মৌসুমের শুরুতেই স্পষ্ট হয়েছে লোকসানের সংকেত। সেচের অভাব, পানির সংকট ও রোগবালাইয়ে ফলন অনেক কম, বিনিয়োগ তুলতে না পারার শঙ্কায় দিশেহারা কৃষকেরা। এনজিও ও স্থানীয় ঋণদাতার কাছ থেকে ধার করা টাকাই এখন চাপ হয়ে ফিরছে। এই ক্ষতি কৃষকপাড়া ছাড়িয়ে প্রভাব ফেলছে স্থানীয় অর্থনীতিতে..
১০ ঘণ্টা আগে