অনলাইন ডেস্ক
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস–গ্লোবাল ইউএসএ) আয়োজনে আগামী ২৩–২৫ মে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৭তম ঢাকা মোটর শো ২০২৪’। ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
এ প্রদর্শনী চলাকালে ‘৮ম ঢাকা বাইক শো ২০২৪’, ‘৭ম ঢাকা অটো পার্টস শো ২০২৪’ এবং ‘৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৪’ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ‘সেমস–গ্লোবাল’ এবং ‘বাংলাদেশ মোটর স্পোর্টস’–এর সহ–আয়োজনে ২৩ মে প্রথমবারের মতো আয়োজন করা হবে মোটর বাইক প্রতিযোগিতা ‘১ম ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ ২০২৪’। একই সঙ্গে ২৫ মে অনুষ্ঠিত হবে ‘৪র্থ র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ ২০২৪’। প্রতিযোগিতাটি বাংলাদেশের একমাত্র মোটর স্পোর্টস, যা অফ–রোড রেসট্র্যাক সম্পর্কিত একটি জমকালো প্রতিযোগিতা।
গতকাল সোমবার, রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস–গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস।
ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুসঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
একই সময়ে অনুষ্ঠেয় ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’, ‘ঢাকা অটোপার্টস শো’ এবং ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’–তে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশ নিচ্ছে। প্রদর্শনীতে থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্রান্ডের গাড়ি ও বাইক এবং বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হবে বৈদ্যুতিক যান (ইলেকট্রিক ভেহিকল–ইভি)।
আগামী ২৩–২৫ মে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো চলবে। দর্শনার্থীদের জন্য প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.cems-global.com, www.dhakamotorshow.com, www.dhakabikeshow.com, www.cems-autopartsshow.com, www.cems-commercialautoshow.com, www.cems-sportsshow.com, www.bangladeshmotorsports.com ওয়েবসাইটে।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস–গ্লোবাল ইউএসএ) আয়োজনে আগামী ২৩–২৫ মে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৭তম ঢাকা মোটর শো ২০২৪’। ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
এ প্রদর্শনী চলাকালে ‘৮ম ঢাকা বাইক শো ২০২৪’, ‘৭ম ঢাকা অটো পার্টস শো ২০২৪’ এবং ‘৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৪’ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ‘সেমস–গ্লোবাল’ এবং ‘বাংলাদেশ মোটর স্পোর্টস’–এর সহ–আয়োজনে ২৩ মে প্রথমবারের মতো আয়োজন করা হবে মোটর বাইক প্রতিযোগিতা ‘১ম ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ ২০২৪’। একই সঙ্গে ২৫ মে অনুষ্ঠিত হবে ‘৪র্থ র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ ২০২৪’। প্রতিযোগিতাটি বাংলাদেশের একমাত্র মোটর স্পোর্টস, যা অফ–রোড রেসট্র্যাক সম্পর্কিত একটি জমকালো প্রতিযোগিতা।
গতকাল সোমবার, রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস–গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস।
ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুসঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
একই সময়ে অনুষ্ঠেয় ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’, ‘ঢাকা অটোপার্টস শো’ এবং ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’–তে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশ নিচ্ছে। প্রদর্শনীতে থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্রান্ডের গাড়ি ও বাইক এবং বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হবে বৈদ্যুতিক যান (ইলেকট্রিক ভেহিকল–ইভি)।
আগামী ২৩–২৫ মে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো চলবে। দর্শনার্থীদের জন্য প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.cems-global.com, www.dhakamotorshow.com, www.dhakabikeshow.com, www.cems-autopartsshow.com, www.cems-commercialautoshow.com, www.cems-sportsshow.com, www.bangladeshmotorsports.com ওয়েবসাইটে।
বাংলাদেশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পর্যালোচনা কমিটি রোববার অন্তর্বর্তীকালীন সরকারকে বড় বিদ্যুৎ উৎপাদন চুক্তি, যা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে স্বাক্ষরিত হয়েছিল, পুনরায় পর্যালোচনা করতে সহায়তার জন্য একটি খ্যাতিমান আইনি এবং তদন্ত সং
২ ঘণ্টা আগেশুরুতেই থমকে গেছে এস আলমের অর্থ পাচারের অনুসন্ধান। এক মাসের বেশি সময় ধরে তাঁদের অর্থ পাচার তদন্তের কাজ সিআইডিতে থমকে রয়েছে। এর নেপথ্যে রয়েছে স্বয়ং এস আলম গ্রুপের প্রভাব ও আধিপত্য। এতে সহযোগিতা করছে প্রভাবশালী একটি মহল। অনুসন্ধানে ওই মহলের ইচ্ছার গুরুত্ব না দেওয়ায় বদলি করা হয়েছে অর্থ পাচার...
৪ ঘণ্টা আগেশেখ হাসিনা সরকারের আমলে গত সাড়ে ১৫ বছরে বেসরকারি ও যৌথ অংশীদারত্ব মিলিয়ে ৮৯টি বিদ্যুৎকেন্দ্রের অনুমতি দেওয়া হয়েছে। এসব কেন্দ্রের সঙ্গে করা বেশির ভাগ চুক্তিই নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বড় বড় বিদ্যুৎ উৎপাদন
৪ ঘণ্টা আগেইউরোপের বাজারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি নেতিবাচক ধারাতেই আছে। চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২ দশমিক শূন্য ৬ শতাংশ। ইউরোস্টেটের তথ্যমতে, এ সময় ইউরোপের বাজারগুলোতে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হয়েছে ১৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার, যা গত বছর একই সময় ছি
৪ ঘণ্টা আগে