Ajker Patrika

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন বিমানের

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২১: ৪৬
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন বিমানের

বিমান বাংলাদেশ এয়ারলাইনস যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। জাতির পিতা ও তাঁর পরিবারসহ এই ঘটনায় শাহাদাত বরণকারী সবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৫ আগস্ট বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমানের প্রতিটি বহির্গমন ও আগমনী ফ্লাইটে জাতীয় শোক দিবসের ঘোষণা প্রচার করা হয়। 

দিবসটি উপলক্ষে বিমানের প্রধান কার্যালয়, মতিঝিল বিক্রয় অফিসসহ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্টেশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শোক ব্যানার স্থাপন করা হয়। বিমানের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ফ্লাইটের সব ক্রু শোক ব্যাজ পরেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে প্রধান কার্যালয় বলাকা ও ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সকাল সাড়ে ৯টায় বিমানের প্রধান কার্যালয় বলাকার লবিতে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) শফিউল আজিম এবং সভাপতিত্ব করেন বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (যুগ্ম সচিব) মো. ছিদ্দিকুর রহমান। এ ছাড়া বিমানের পরিচালকরা, বিমানের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সব স্তরের কর্মকর্তা-কর্মচারী ওই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে শফিউল আজিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে বিদেশি শক্তির শোষণ ও দাসত্ব থেকে মুক্ত করে স্বাধীন, সার্বভৌম ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠনের উদ্যোগ গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত