দেড় ঘণ্টা পর লেনদেন শুরু ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ১১: ৪৯
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১: ৫৮

কারিগরি ত্রুটি সারিয়ে দেড় ঘণ্টা পর বেলা ১১টা থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। লেনদেনের দেড় ঘণ্টার এই বিলম্ব পুষিয়ে নিতে ৪০ মিনিট সময় বাড়িয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার লেনদেন চলবে টানা আড়াইটা পর্যন্ত। এরপর ৫ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং সেশন।

এর আগে গত সোমবার (২৪ অক্টোবর) কারিগরি ত্রুটির কারণে দুই ঘণ্টার বেশি লেনদেন বন্ধ ছিল ডিএসইতে। সেদিন সকাল ১০টা ৫৮ মিনিটে ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে যায়, ২টা ১০ মিনিটে আবার লেনদেন চালু হয়।

ঠিক এক সপ্তাহের মাথায় কী ধরনের ত্রুটিতে লেনদেন বন্ধ থাকল সে বিষয়ে ডিএসইর আনুষ্ঠানিক কোনো ভাষ্য পাওয়া যায়নি।

ডিএসইর মুখপাত্র শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিলম্ব সময় পুষিয়ে নিতে লেনদেনের সময় ৪০ মিনিট বাড়ানো হয়েছে। আর ৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন।

তবে সাপ্তাহিক ছুটির দুই দিন লেনদেন বন্ধ থাকার পর শুরুর দিনে বেচাকেনায় এমন বিঘ্ন ঘটায় বিনিয়োগকারীরা অসন্তোষ প্রকাশ করেছেন। বাজারসংশ্লিষ্টরা বলছেন, অনেকগুলো কোম্পানির লভ্যাংশ ঘোষণার পর কোম্পানিগুলোর শেয়ারের বাজারমূল্য সমন্বয় করতে গিয়ে ‘জটিলতা দেখা’ দিয়েছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত