নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। উচ্চ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাস সময় পাবে আইসিবি। এই ঋণের গ্যারান্টি দিয়েছে সরকার।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের নগদ ও প্রচ্ছন্ন দায় ব্যবস্থাপনা শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
১৮ মাসের মধ্যে প্রতিষ্ঠানটি ঋণের আসল কিংবা সুদের কোনো অংশ পরিশোধ করতে ব্যর্থ হলে তা নিয়ম অনুযায়ী সেটি পরিশোধ করবে সরকার। তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের পাওনা মুনাফা থেকে এই ঋণের আসল কিংবা সুদের কোনো অংশ সমন্বয় করা যাবে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ঋণের টাকায় আইসিবির সক্ষমতা বৃদ্ধির জন্য বড় সুদে নেওয়া ঋণ সমন্বয় করা হবে। একইসঙ্গে ভালো শেয়ারে বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে সহায়তা প্রদান করা হবে। এতে করে পুঁজিবাজারে যেমন তারল্য বাড়বে, তেমনি মুনাফা অর্জনের মাধ্যমে আইসিবিরও শক্তিশালী আর্থিক বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা বাড়বে।
এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঋণ পরিশোধের জন্য দেড় বছর সময় পাব। এই টাকা দিয়ে আইসিবির বড় সুদের ঋণ সমন্বয় করা হবে। আমরা অবশ্যই পুঁজিবাজারে সহায়তা (সাপোর্ট) দেব। এ জন্য আমরা মৌলভিত্তিসম্পন্ন শেয়ার কিনব।’
এর আগে ৬ নভেম্বর আইসিবিকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে ‘সভরেন গ্যারান্টি’ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে সুপারিশ করে চিঠি দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।
বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। উচ্চ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাস সময় পাবে আইসিবি। এই ঋণের গ্যারান্টি দিয়েছে সরকার।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের নগদ ও প্রচ্ছন্ন দায় ব্যবস্থাপনা শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
১৮ মাসের মধ্যে প্রতিষ্ঠানটি ঋণের আসল কিংবা সুদের কোনো অংশ পরিশোধ করতে ব্যর্থ হলে তা নিয়ম অনুযায়ী সেটি পরিশোধ করবে সরকার। তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের পাওনা মুনাফা থেকে এই ঋণের আসল কিংবা সুদের কোনো অংশ সমন্বয় করা যাবে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ঋণের টাকায় আইসিবির সক্ষমতা বৃদ্ধির জন্য বড় সুদে নেওয়া ঋণ সমন্বয় করা হবে। একইসঙ্গে ভালো শেয়ারে বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে সহায়তা প্রদান করা হবে। এতে করে পুঁজিবাজারে যেমন তারল্য বাড়বে, তেমনি মুনাফা অর্জনের মাধ্যমে আইসিবিরও শক্তিশালী আর্থিক বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা বাড়বে।
এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঋণ পরিশোধের জন্য দেড় বছর সময় পাব। এই টাকা দিয়ে আইসিবির বড় সুদের ঋণ সমন্বয় করা হবে। আমরা অবশ্যই পুঁজিবাজারে সহায়তা (সাপোর্ট) দেব। এ জন্য আমরা মৌলভিত্তিসম্পন্ন শেয়ার কিনব।’
এর আগে ৬ নভেম্বর আইসিবিকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে ‘সভরেন গ্যারান্টি’ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে সুপারিশ করে চিঠি দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট সরঞ্জামকেন্দ্রিক দেশের সবচেয়ে বড় ছয়টি পৃথক আন্তর্জাতিক প্রদর্শনী। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত
২ ঘণ্টা আগেব্রোকারেজ হাউস সাবভ্যালি সিকিউরিটিজের সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। মূলধন ঋণাত্মক ও বিনিয়োগের বিপরীতে দেওয়া ঋণের অনুপাত অনেক বেশি হওয়ায় এই নির্দেশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগেহাইকোর্টের রায়ে চাকরি ফিরে পেয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) থেকে চাকুরিচ্যুত ২৬ জন কর্মকর্তা-কর্মচারী। আজ বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বরাবর যোগদানপত্র জমা দেন তাঁরা।
৪ ঘণ্টা আগেপ্রশ্নবিদ্ধ শিক্ষাগত যোগ্যতা নিয়েই গত ৪১ মাস আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলমগীর চৌধুরী। দেরিতে হলেও এখন ‘সুযোগ্য’ এই কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে সবশেষ দুটি শিক্ষাগত যোগ্যতার
১০ ঘণ্টা আগে