বেক্সিমকোর তিন প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিএসইসির

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৭: ৪০
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৮: ১৭
Thumbnail image

বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিনটি হলো—বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস।

আজ বুধবার বিএসইসির দেওয়া এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় নয়জন এবং শাইনপুকুর সিরামিকসে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় একই ব্যক্তিরা স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করবেন। আর শাইনপুকুরে দায়িত্ব পালন করবেন নয়জনের মধ্যে সাতজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে নয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। তাঁরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, সনদধারী হিসাববিদদের সংগঠন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের প্রধান নির্বাহী এম নুরুল আলম, ইনফাইনাইজেন্ট কনসালটিংয়ের প্রধান পরামর্শক শেখ নাহার মাহমুদ, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত উল ইসলাম ও বিজিএমইএতে নিযুক্ত প্রশাসক আনোয়ার হোসেন।

শাইনপুকুর সিরামিকসে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকেরা হলেন বুয়েটের অধ্যাপক শাহিনুর ইসলাম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের প্রধান নির্বাহী এম নুরুল আলম, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী ও বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন।

বিএসইসি জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানিতে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকেরা পর্ষদ সভায় যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর এসব কোম্পানিতে দায়িত্ব পালন করবেন। বিএসইসি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ফলে শেয়ারধারী ও বিনিয়োগকারীদের স্বার্থ অনেক বেশি সুরক্ষিত হবে।

উপদেষ্টা কমিটির গত ১১ ডিসেম্বরের সভায় বেক্সিমকোর কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। আর স্বতন্ত্র পরিচালক নিয়োগের দায়িত্ব দেওয়া হয় বিএসইসিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত