বাজারে অনিশ্চয়তায় দাম কমেছে তুলার, জ্বালানি তেলও নিম্নমুখী

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২১: ৩৩
Thumbnail image

আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে প্রাকৃতিকভাবে উৎপাদিত তুলার দাম। চাহিদার অনিশ্চয়তা এবং ফসলের বাজে অবস্থার কারণে এই দামের পতন হয়েছে। বাহ্যিক কারণ হিসেবে, জ্বালানি তেলের দামের নিম্নমুখী অবস্থাও তুলার দাম কমানোর ওপর প্রভাব ফেলেছে। 

ফাইবার টু ফ্যাশন নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই অবস্থার পরও ডলারের দামের পড়তি অবস্থা তুলার ক্রেতাদের কিছুটা হলেও কিনতে উৎসাহিত করছে। গতকাল মঙ্গলবার প্রাকৃতিক তুলা তথা আইসিই তুলা—আগামী ডিসেম্বর মাসে যা বিক্রি হবে—এর দাম ছিল প্রতি পাউন্ড ৬৯ দশমিক ৯৮ ডলার। যা আগের দামের চেয়ে দশমিক ২৮ সেন্ট কম। 

অপরিশোধিত তেলের দাম প্রায় দেড় শতাংশ কমে যাওয়ার বিষয়টি পলিয়েস্টারের দাম কমিয়ে দিয়েছিল। যার ফলে স্বাভাবিকভাবেই প্রাকৃতিক ফাইবারের দামও কমে গেছে। তবে ডলারের সূচক কমে যাওয়ায় তুলার বাজারে লোকসান সীমিত হয়েছে। 

ভারী বৃষ্টিপাতের কারণে ভারত, বাংলাদেশ ও উত্তর চীনে ভয়াবহ বন্যার কারণে তুলার বাজারে উদ্বেগ ছিল। এই বিষয়টিও তুলার সরবরাহ ও চাহিদাকে প্রভাবিত করতে পারে। ব্যবসায়ীরা দীর্ঘ মেয়াদে বিশ্বজুড়ে ভূরাজনৈতিক পরিস্থিতি, চাহিদার পরিস্থিতি এবং আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করছেন। 

বর্তমানে যেসব তুলা আগামী ডিসেম্বর বিক্রি হবে সেগুলোর মূল্য প্রতি পাউন্ড ৬৯ দশমিক ৪০ ডলার, যা আগের চেয়ে ৫৮ সেন্ট কম। ক্যাশ কটন তুলা লেনদেন হয়েছে ৬৫ দশমিক ৫২ ডলার, যা আগের চেয়ে ৫৬ সেন্ট কম। অক্টোবরে যেসব তুলা বিক্রি হবে সেগুলোর মূল্য প্রতি পাউন্ড ৭০ দশমিক শূন্য ২ ডলার, যা আগের চেয়ে ৫৬ সেন্ট কম। 

এ ছাড়া আগামী বছরের মার্চে যেসব তুলা বিক্রি হবে তার মূল্য প্রতি পাউন্ডে রাখা হচ্ছে ৭১ দশমিক শূন্য ৭ ডলার, যা আগের চেয়ে ৫১ সেন্ট কম। একই বছরের মে মাসে যেসব তুলা বিক্রি হবে সেগুলোর দাম প্রতি পাউন্ডে রাখা হচ্ছে ৭২ দশমিক ২৫ ডলার, যা ৫২ সেন্ট কম, এবং জুলাই মাসে যেসব তুলা বিক্রি হবে সেগুলোর দাম রাখা হচ্ছে প্রতি পাউন্ড ৭২ দশমিক ৯১ ডলার, যা আগের চেয়ে ৪৮ সেন্ট কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত