বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪৯
Thumbnail image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা দুই সেশন বেড়েছে। মূলত ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর ইসরায়েলের ব্যাপক হামলার পর অঞ্চলজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কার পর এই দাম বাড়ল। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১১ মিনিট পর্যন্ত আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত ব্রেন্ট ডেলিভারি দেওয়া হবে, তার দাম ব্যারেলপ্রতি বেড়েছে ১ দশমিক ১২ ডলার। সেই হিসাবে দাম ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৭৩ দশমিক ১০ ডলার। 

প্রতিবেদন অনুসারে, এ ছাড়া ডিসেম্বর ডেলিভারি দেওয়া যেসব অপরিশোধিত ব্রেন্টের দাম ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। এর বাইরে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ১১ ডলার হয়েছে। 

এর আগে, গত শুক্রবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল। কিন্তু সামগ্রিকভাবে গত সপ্তাহজুড়ের তেলের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত সপ্তাহে অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ৩ শতাংশের মতো এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৫ শতাংশের মতো। মূলত, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের চাহিদা–সংক্রান্ত উদ্বেগের কারণেই এর দাম কমেছে। যদিও চীন নিজের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবুও তা বিক্রেতাদের আস্থায় আনতে পারেনি। 

আজ জ্বালানি তেলের দাম বাড়ার কারণ হলো, ইসরায়েল ও হিজবুল্লাহ-হামাস-হুতি গোষ্ঠীর মধ্যকার লড়াই আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে এবং ওপেকের সদস্য ও অন্যতম শীর্ষ তেল উৎপাদক দেশ ইরানও এতে জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা। 

বিনিয়োগ প্রতিষ্ঠান ফিলিপ নোভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেবা বলেন, ‘যদিও অত্যধিক তেল সরবরাহ বাজারের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। বিনিয়োগকারীরা ব্যাপকভাবে আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যজুড়ে একটি সংঘাত মূল উৎপাদনকারী এলাকাগুলো থেকে বৈশ্বিক সরবরাহ প্রভাবিত করতে পারে।’ 

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইজিয়ের টনি সাইকামোর বলেন, পরিবহন খাতে বিদ্যুতায়ন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে চীনে। তবে তা এখনই জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে ফেলবে কি না তা নিশ্চিত নয়। এদিকে, আজকের তথ্য-উপাত্ত বলছে, টানা পাঁচ মাসের মতো চীনের উৎপাদন কার্যকলাপ সংকুচিত হয়েছে এবং সেপ্টেম্বরে দেশটির পরিষেবা খাতটি তীব্রভাবে ধীর গতির হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত