বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা দুই সেশন বেড়েছে। মূলত ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর ইসরায়েলের ব্যাপক হামলার পর অঞ্চলজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কার পর এই দাম বাড়ল। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১১ মিনিট পর্যন্ত আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত ব্রেন্ট ডেলিভারি দেওয়া হবে, তার দাম ব্যারেলপ্রতি বেড়েছে ১ দশমিক ১২ ডলার। সেই হিসাবে দাম ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৭৩ দশমিক ১০ ডলার।
প্রতিবেদন অনুসারে, এ ছাড়া ডিসেম্বর ডেলিভারি দেওয়া যেসব অপরিশোধিত ব্রেন্টের দাম ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। এর বাইরে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ১১ ডলার হয়েছে।
এর আগে, গত শুক্রবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল। কিন্তু সামগ্রিকভাবে গত সপ্তাহজুড়ের তেলের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত সপ্তাহে অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ৩ শতাংশের মতো এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৫ শতাংশের মতো। মূলত, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের চাহিদা–সংক্রান্ত উদ্বেগের কারণেই এর দাম কমেছে। যদিও চীন নিজের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবুও তা বিক্রেতাদের আস্থায় আনতে পারেনি।
আজ জ্বালানি তেলের দাম বাড়ার কারণ হলো, ইসরায়েল ও হিজবুল্লাহ-হামাস-হুতি গোষ্ঠীর মধ্যকার লড়াই আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে এবং ওপেকের সদস্য ও অন্যতম শীর্ষ তেল উৎপাদক দেশ ইরানও এতে জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা।
বিনিয়োগ প্রতিষ্ঠান ফিলিপ নোভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেবা বলেন, ‘যদিও অত্যধিক তেল সরবরাহ বাজারের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। বিনিয়োগকারীরা ব্যাপকভাবে আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যজুড়ে একটি সংঘাত মূল উৎপাদনকারী এলাকাগুলো থেকে বৈশ্বিক সরবরাহ প্রভাবিত করতে পারে।’
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইজিয়ের টনি সাইকামোর বলেন, পরিবহন খাতে বিদ্যুতায়ন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে চীনে। তবে তা এখনই জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে ফেলবে কি না তা নিশ্চিত নয়। এদিকে, আজকের তথ্য-উপাত্ত বলছে, টানা পাঁচ মাসের মতো চীনের উৎপাদন কার্যকলাপ সংকুচিত হয়েছে এবং সেপ্টেম্বরে দেশটির পরিষেবা খাতটি তীব্রভাবে ধীর গতির হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা দুই সেশন বেড়েছে। মূলত ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর ইসরায়েলের ব্যাপক হামলার পর অঞ্চলজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কার পর এই দাম বাড়ল। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১১ মিনিট পর্যন্ত আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত ব্রেন্ট ডেলিভারি দেওয়া হবে, তার দাম ব্যারেলপ্রতি বেড়েছে ১ দশমিক ১২ ডলার। সেই হিসাবে দাম ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৭৩ দশমিক ১০ ডলার।
প্রতিবেদন অনুসারে, এ ছাড়া ডিসেম্বর ডেলিভারি দেওয়া যেসব অপরিশোধিত ব্রেন্টের দাম ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। এর বাইরে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ১১ ডলার হয়েছে।
এর আগে, গত শুক্রবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল। কিন্তু সামগ্রিকভাবে গত সপ্তাহজুড়ের তেলের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত সপ্তাহে অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ৩ শতাংশের মতো এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৫ শতাংশের মতো। মূলত, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের চাহিদা–সংক্রান্ত উদ্বেগের কারণেই এর দাম কমেছে। যদিও চীন নিজের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবুও তা বিক্রেতাদের আস্থায় আনতে পারেনি।
আজ জ্বালানি তেলের দাম বাড়ার কারণ হলো, ইসরায়েল ও হিজবুল্লাহ-হামাস-হুতি গোষ্ঠীর মধ্যকার লড়াই আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে এবং ওপেকের সদস্য ও অন্যতম শীর্ষ তেল উৎপাদক দেশ ইরানও এতে জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা।
বিনিয়োগ প্রতিষ্ঠান ফিলিপ নোভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেবা বলেন, ‘যদিও অত্যধিক তেল সরবরাহ বাজারের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। বিনিয়োগকারীরা ব্যাপকভাবে আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যজুড়ে একটি সংঘাত মূল উৎপাদনকারী এলাকাগুলো থেকে বৈশ্বিক সরবরাহ প্রভাবিত করতে পারে।’
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইজিয়ের টনি সাইকামোর বলেন, পরিবহন খাতে বিদ্যুতায়ন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে চীনে। তবে তা এখনই জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে ফেলবে কি না তা নিশ্চিত নয়। এদিকে, আজকের তথ্য-উপাত্ত বলছে, টানা পাঁচ মাসের মতো চীনের উৎপাদন কার্যকলাপ সংকুচিত হয়েছে এবং সেপ্টেম্বরে দেশটির পরিষেবা খাতটি তীব্রভাবে ধীর গতির হয়েছে।
পাঁচ বছরের সরকার ব্যবস্থার প্রস্তাব করেছে আমজনতার দল। তবে উচ্চকক্ষে অনির্বাচিত প্রতিনিধি রাখার যে সুযোগের কথা বলা হচ্ছে, তার তীব্র বিরোধিতা করেছে এই দলটি। এ ছাড়া জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে আমজনতার দল। তবে এই কাউন্সিলের
১ ঘণ্টা আগেভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রপ্তানি কমবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি আরও বলেন, নিজেদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে। এতে দেশের ব্যবসায়ীদের রপ্তানি খরচ আরও কমে যাবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা
২ ঘণ্টা আগেবাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে গুরুত্বপূর্ণ দুটি প্রকল্পে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে দুটি চুক্তি সই করেছে সরকার। গতকাল বুধবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগেতেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস আগামী জুন মাস থেকে উৎপাদন বাড়াবে এমন আলোচনা চাউর হয়েছে বাজারে। আর এই আলোচনা চাউর হওয়ার পরপরই গতকাল বুধবার বিশ্ববাজারে তেলের দামে পতন হয়েছে। এদিন দর কমেছে প্রায় ২ শতাংশ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপরে শুল্ক কমাতে পারেন—এমন খবরে দরপতন কি
৭ ঘণ্টা আগে