অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের বিধাননগর মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) প্রতিবছর বড় করে বাণিজ্য মেলার আয়োজন করে। এই মেলায় অবধারিতভাবে বাংলাদেশি ব্যবসায়ীরা থাকেন। সেই বিধাননগর মেলা উৎসব গতকাল মঙ্গলবার সল্টলেক সেন্ট্রাল পার্ক ময়দানে শুরু হয়েছে। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো অংশগ্রহণকারী নেই।
টাইমস অব ইন্ডিয়া গত সোমবার এক প্রতিবেদনে জানায়, শহরের বৃহত্তম এবং জনপ্রিয় মেলাগুলোর একটি বিধাননগর মেলা উৎসব। এ বছর বাংলাদেশি ব্যবসায়ীরা মেলায় থাকছেন না। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য প্রতিক্রিয়া এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেলা কর্তৃপক্ষ।
মেলায় স্টল ও প্যাভিলিয়ন বুকিংয়ের দায়িত্বে থাকা একটি সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা বাংলাদেশি ব্যবসায়ীদের জমা দেওয়া অগ্রিম অর্থ ফেরত দিচ্ছেন এবং তাঁদের মেলায় না আসার জন্য অনুরোধ করেছেন।
তবে মেলা কমিটির সভাপতি ও বিএমসি মেয়র কৃষ্ণা চক্রবর্তী এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং শোভন দেব চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও তৃণমূল নেতারা।
অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের স্টলগুলো আজ বুধবার থেকে খোলা হয়েছে। গত বছর পর্যন্ত অন্তত দুই থেকে তিনটি বাংলাদেশি ঢাকাই ও জামদানি শাড়ির স্টল এখানে বসত। বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এসব স্টল।
কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন, তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ না করার বিষয়ে অবগত জানতেন না। তবে তিনি উল্লেখ করেছেন, মেলা কমিটি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সেরা সিদ্ধান্তই নিয়েছে, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়।
এ বছর বিধাননগর মেলা উৎসবে প্রায় ৫০০টি স্টল বসানো হচ্ছে। এর মধ্যে রয়েছে একটি ফুড কোর্ট এবং বিনোদনমূলক রাইড। মেলার অধিকাংশ স্টল প্রস্তুতির শেষ মুহূর্তে। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
পশ্চিমবঙ্গের বিধাননগর মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) প্রতিবছর বড় করে বাণিজ্য মেলার আয়োজন করে। এই মেলায় অবধারিতভাবে বাংলাদেশি ব্যবসায়ীরা থাকেন। সেই বিধাননগর মেলা উৎসব গতকাল মঙ্গলবার সল্টলেক সেন্ট্রাল পার্ক ময়দানে শুরু হয়েছে। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো অংশগ্রহণকারী নেই।
টাইমস অব ইন্ডিয়া গত সোমবার এক প্রতিবেদনে জানায়, শহরের বৃহত্তম এবং জনপ্রিয় মেলাগুলোর একটি বিধাননগর মেলা উৎসব। এ বছর বাংলাদেশি ব্যবসায়ীরা মেলায় থাকছেন না। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য প্রতিক্রিয়া এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেলা কর্তৃপক্ষ।
মেলায় স্টল ও প্যাভিলিয়ন বুকিংয়ের দায়িত্বে থাকা একটি সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা বাংলাদেশি ব্যবসায়ীদের জমা দেওয়া অগ্রিম অর্থ ফেরত দিচ্ছেন এবং তাঁদের মেলায় না আসার জন্য অনুরোধ করেছেন।
তবে মেলা কমিটির সভাপতি ও বিএমসি মেয়র কৃষ্ণা চক্রবর্তী এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং শোভন দেব চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও তৃণমূল নেতারা।
অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের স্টলগুলো আজ বুধবার থেকে খোলা হয়েছে। গত বছর পর্যন্ত অন্তত দুই থেকে তিনটি বাংলাদেশি ঢাকাই ও জামদানি শাড়ির স্টল এখানে বসত। বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এসব স্টল।
কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন, তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ না করার বিষয়ে অবগত জানতেন না। তবে তিনি উল্লেখ করেছেন, মেলা কমিটি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সেরা সিদ্ধান্তই নিয়েছে, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়।
এ বছর বিধাননগর মেলা উৎসবে প্রায় ৫০০টি স্টল বসানো হচ্ছে। এর মধ্যে রয়েছে একটি ফুড কোর্ট এবং বিনোদনমূলক রাইড। মেলার অধিকাংশ স্টল প্রস্তুতির শেষ মুহূর্তে। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশের জন্য এ বছর পাঁচটি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি মূল্যস্ফীতি। বাকি চার ঝুঁকি হলো চরমভাবাপন্ন আবহাওয়া (বন্যা, তাপপ্রবাহ ইত্যাদি), দূষণ (বায়ু, পানি, মাটি), বেকারত্ব বা অর্থনৈতিক সুযোগের ঘাটতি এবং অর্থনৈতিক নিম্নমুখিতা...
২ ঘণ্টা আগেপাঁচ বছর অন্যের বাসায় কাজ করে কিছু টাকা জমিয়েছিলেন গৃহকর্মী রেহানা আক্তার। সেই টাকা পুরোটাই নিয়ে গেছেন তাঁর স্বামী। এখন টাকা চাইতে গেলে উল্টো তাঁর ওপর নেমে আসে শারীরিক নির্যাতন। রেহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘শীত, গ্রীষ্ম দেহি নাই। পাঁচ বছর মানুষের বাসায় কাম কইরা দুই লাখ টাহা জমাইছিলাম...
৪ ঘণ্টা আগেরাশিয়ার তেল-বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বিশ্বজুড়ে ডিজেলের দাম বেড়েছে। বেড়ে গেছে পরিশোধনকারীদের মুনাফার পরিমাণও। নতুন এই নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১৯ ঘণ্টা আগে‘ভ্যাট ফাঁকিতে আইপিডিসি ফাইন্যান্স’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি বলছে, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, তথ্যগত ভুল রয়েছে। এনবিআরের নিয়মিত নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ২০১৮-২০২২ করবর্ষের জন্য আইপিডিসির ভ্য
২০ ঘণ্টা আগে