ছাত্রজীবনে টাকা আয় করার অন্যতম মাধ্যম হলো টিউশন। অনেক শিক্ষার্থী আছেন, যাঁরা ভালো পড়াতে পারেন, কিন্তু নানা কারণে টিউশনি খুঁজে পান না। টিউশনি পাওয়ার কার্যকর উপায়গুলো নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।
এম এম মুজাহিদ উদ্দীন
পরিচিতদের রেফারেন্স
নিজের পরিচিত বিশ্ববিদ্যালয় বা কলেজের সিনিয়র কিংবা বন্ধুদের রেফারেন্সে টিউশনি পাওয়া সহজ। যাঁরা দীর্ঘদিন ধরে টিউশন করেন, তারা বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে পরিচিত। ফলে তাঁদের কাছে শিক্ষার্থীর অভিভাবকেরা টিউটর চান। তাই পড়ানোর অভিজ্ঞতা ও দক্ষতা উল্লেখ করে তাঁদের নিয়মিত মনে করিয়ে দিন যে আপনি টিউশনি খুঁজছেন। এতে তাঁরা আপনাকে টিউশনির ব্যবস্থা করে দিতে পারবে।
পড়াতে চাই বিজ্ঞাপন দিন
যদি পরিচিতরা টিউশনি খুঁজে দিতে না পারেন, তাহলে নিজেই ‘পড়াতে চাই’ পোস্টার বানিয়ে কাঙ্ক্ষিত এলাকায় সাঁটিয়ে দিন। পোস্টারে শিক্ষাগত যোগ্যতা, কোন কোন ক্লাস ও বিষয়ে পড়াতে পারেন, অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করুন এবং ফোন নম্বর দিন। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা আপনাকে খুঁজে পেতে পারেন।
দ্বারস্থ হোন মিডিয়ার
মিডিয়ার মাধ্যমে টিউশনি পাওয়া সহজ। অনলাইনে টিউশনি-সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক পেজে টিউটর ওয়ান্টেড পোস্ট থাকে। এসব মিডিয়ার মাধ্যমে টিউশনি পেতে প্রথমে ফি দিয়ে সদস্য হতে হয় এবং প্রথম মাসের বেতনের কিছু অংশ তাদের দেওয়ার শর্ত থাকে। তবে খেয়াল রাখবেন, এসব মিডিয়ার দ্বারস্থ হয়ে যেন কোনো প্রতারকের ফাঁদে না পড়েন।
কোচিং সেন্টারে যান
কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থীরা পড়তে আসে, তাই সেখানকার পরিচালকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাঁদের জানিয়ে দিন, টিউশনি করতে চান। কোচিং সেন্টারের শিক্ষক হতে আগ্রহী হলে আরও সুযোগ আসতে পারে। তবে অতিরিক্ত টিউশনি আর কোচিং পড়ানোর কারণে নিজের পড়াশোনার ক্ষতি যেন না হয়, সেটা খেয়াল রাখুন।
অনলাইনে পড়ান
বর্তমান যুগে অনলাইন মাধ্যম ব্যবহার করে টিউশনি পাওয়া সহজ। চাইলে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারেন। বিভিন্ন বিষয়ে ক্লাস ভিডিও বানিয়ে সেগুলো আপলোড করলে অনেক শিক্ষার্থী আপনার কাছে পড়তে আগ্রহী হতে পারে। এভাবে শুধু ইনকাম করতে পারবেন না, বরং খ্যাতি অর্জনও করতে পারবেন। জুম, গুগল মিট, স্ট্রিমইয়ার্ডের মতো অ্যাপের মাধ্যমে ব্যাচে পড়ানোর সুযোগ রয়েছে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও সুবিধাজনক।
মনে রাখবেন, টিউশনি পাওয়ার জন্য নিজের ইচ্ছাশক্তি ও পড়ানোর দক্ষতা প্রয়োজন।
পরিচিতদের রেফারেন্স
নিজের পরিচিত বিশ্ববিদ্যালয় বা কলেজের সিনিয়র কিংবা বন্ধুদের রেফারেন্সে টিউশনি পাওয়া সহজ। যাঁরা দীর্ঘদিন ধরে টিউশন করেন, তারা বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে পরিচিত। ফলে তাঁদের কাছে শিক্ষার্থীর অভিভাবকেরা টিউটর চান। তাই পড়ানোর অভিজ্ঞতা ও দক্ষতা উল্লেখ করে তাঁদের নিয়মিত মনে করিয়ে দিন যে আপনি টিউশনি খুঁজছেন। এতে তাঁরা আপনাকে টিউশনির ব্যবস্থা করে দিতে পারবে।
পড়াতে চাই বিজ্ঞাপন দিন
যদি পরিচিতরা টিউশনি খুঁজে দিতে না পারেন, তাহলে নিজেই ‘পড়াতে চাই’ পোস্টার বানিয়ে কাঙ্ক্ষিত এলাকায় সাঁটিয়ে দিন। পোস্টারে শিক্ষাগত যোগ্যতা, কোন কোন ক্লাস ও বিষয়ে পড়াতে পারেন, অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করুন এবং ফোন নম্বর দিন। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা আপনাকে খুঁজে পেতে পারেন।
দ্বারস্থ হোন মিডিয়ার
মিডিয়ার মাধ্যমে টিউশনি পাওয়া সহজ। অনলাইনে টিউশনি-সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক পেজে টিউটর ওয়ান্টেড পোস্ট থাকে। এসব মিডিয়ার মাধ্যমে টিউশনি পেতে প্রথমে ফি দিয়ে সদস্য হতে হয় এবং প্রথম মাসের বেতনের কিছু অংশ তাদের দেওয়ার শর্ত থাকে। তবে খেয়াল রাখবেন, এসব মিডিয়ার দ্বারস্থ হয়ে যেন কোনো প্রতারকের ফাঁদে না পড়েন।
কোচিং সেন্টারে যান
কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থীরা পড়তে আসে, তাই সেখানকার পরিচালকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাঁদের জানিয়ে দিন, টিউশনি করতে চান। কোচিং সেন্টারের শিক্ষক হতে আগ্রহী হলে আরও সুযোগ আসতে পারে। তবে অতিরিক্ত টিউশনি আর কোচিং পড়ানোর কারণে নিজের পড়াশোনার ক্ষতি যেন না হয়, সেটা খেয়াল রাখুন।
অনলাইনে পড়ান
বর্তমান যুগে অনলাইন মাধ্যম ব্যবহার করে টিউশনি পাওয়া সহজ। চাইলে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারেন। বিভিন্ন বিষয়ে ক্লাস ভিডিও বানিয়ে সেগুলো আপলোড করলে অনেক শিক্ষার্থী আপনার কাছে পড়তে আগ্রহী হতে পারে। এভাবে শুধু ইনকাম করতে পারবেন না, বরং খ্যাতি অর্জনও করতে পারবেন। জুম, গুগল মিট, স্ট্রিমইয়ার্ডের মতো অ্যাপের মাধ্যমে ব্যাচে পড়ানোর সুযোগ রয়েছে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও সুবিধাজনক।
মনে রাখবেন, টিউশনি পাওয়ার জন্য নিজের ইচ্ছাশক্তি ও পড়ানোর দক্ষতা প্রয়োজন।
সাইমন সিনেক বিখ্যাত মোটিভেশনাল বক্তা, লেখক ও নেতৃত্ব বিশেষজ্ঞ। যিনি তাঁর বিখ্যাত বই ‘স্টার্ট উইথ হোয়াই’-এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাঁর বিখ্যাত টেড টক ‘হাউ গ্রেট লিডারস ইন্সপায়ার অ্যাকশন’ এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা টেড টকগুলোর একটি। এ লেখায় তাঁর বিখ্যাত কয়েকটি বক্তৃতার সংকলন তুলে ধরা হলো।
২ দিন আগেচাকরিদাতার কাছে চাকরিপ্রার্থীর প্রথম পরিচয় ঘটে সিভি বা জীবনবৃত্তান্তের মাধ্যমে। সঠিকভাবে লেখা সিভি একজন প্রার্থীকে চাকরির দৌড়ে এগিয়ে রাখে। প্রাসঙ্গিক সিভি প্রস্তুত করতে নিচের কৌশলগুলো অনুসরণ করতে পারেন।
১২ দিন আগেবর্তমানে শিক্ষাগত যোগ্যতা এবং কর্মসংস্থানের মধ্যে পার্থক্য কমে এসেছে। একসময় যেখানে ভালো চাকরি সফলতার মাপকাঠি ছিল, সেখানে এখন তরুণেরা উদ্যোগী হয়ে নিজে ব্যবসা শুরু করতে আগ্রহী।
১২ দিন আগেজনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটিতে হেড অব ব্র্যাঞ্চ পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৩ দিন আগে