মুসাররাত আবির
যখন প্রথাগত ডিগ্রিগুলো আরও ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হয়ে উঠছে, তখন বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য তৈরি করা অনলাইন কোর্সগুলো সেসব ব্যয়বহুল কোর্সের বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশেষ করে কোভিড–১৯ মহামারি এই অনলাইন শিক্ষার জনপ্রিয়তা আরও বহুগুণে বাড়িয়েছে। কিন্তু এই কোর্সগুলো শেষে পাওয়া সার্টিফিকেটের কি কোনো প্রকৃত মূল্য আছে, নাকি কেবল ‘ডিজিটাল ট্রফি’ হিসেবে কাজ করে?
সব অনলাইন কোর্স সার্টিফিকেট এক নয়
কোর্সেরা, এডেক্স, লিংকডইন লার্নিং, উডেমির মতো প্ল্যাটফর্মগুলোতে পৃথিবীর যেকোনো প্রান্তে বসে কোর্স সম্পন্ন করা যায়। এখানে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের ক্লাস করার সুযোগ পাওয়া যায়। এসব প্ল্যাটফর্মে কয়েক হাজারেরও বেশি কোর্সের দেখা মেলে। তবে অনলাইনে কোর্স করার ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান বা প্রশিক্ষক কোর্সটি করাচ্ছেন, সেটা বেশ গুরুত্ব বহন করে।
স্পেশালাইজেশন ও মাইক্রোক্রেডেনশিয়াল
কিছু প্ল্যাটফর্ম একাধিক কোর্সের প্রোগ্রাম বা স্পেশালাইজেশন কোর্স অফার করে, যা একটি নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীর গভীর দক্ষতা প্রদর্শন করে। যেমন: প্রোডাক্ট ম্যানেজমেন্টের ওপর করা ৭টি ভিডিও নিয়ে প্রোডাক্ট ম্যানেজমেন্টের একটি স্পেশালাইজেশন কোর্স। ৭টি কোর্সের জন্য আপনাকে আলাদা সার্টিফিকেট তো দেওয়া হবেই, একসঙ্গে পুরো ৭টি কোর্স সম্পন্ন করার পর আপনি একটি স্পেশালাইজেশন সার্টিফিকেটও পাবেন।
কীভাবে অনলাইন কোর্স সার্টিফিকেট মূল্য যোগ করে
ধরুন আপনি কপিরাইটিং ইন্ডাস্ট্রিতে কয়েক বছর ধরে কাজ করছেন। এখন মনে হলো, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপনার মেশিন লার্নিংও শেখা উচিত। কারণ, ভবিষ্যতে আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান। সে ক্ষেত্রে অনলাইন কোর্সগুলো আপনার এই নতুন দক্ষতা শেখার যাত্রার অন্যতম সহায়ক হয়ে উঠতে পারে।
অনলাইন সার্টিফিকেটের সীমাবদ্ধতা
অনলাইন সার্টিফিকেটগুলো অনেক সুবিধা প্রদান করলেও এগুলোর কিছু সীমাবদ্ধতাও আছে। যেমন:
স্বীকৃতির অভাব: সব সার্টিফিকেটই অ্যাকাডেমিক প্রতিষ্ঠান দ্বারা স্বীকৃত নয়। যেমন: ডিগ্রির চেয়ে কম ওজন: অনেক শিল্প খাতে বিশেষ করে আইন, চিকিৎসা বা শিক্ষাদানের মতো ক্ষেত্রে এখনো প্রথাগত ডিগ্রি বেশি ওজন বহন করে। বাজারে অনলাইন সার্টিফিকেটের প্রতুলতা: প্রচুর পরিমাণে অনলাইন সার্টিফিকেটের কারণে কখনো কখনো এগুলোর মান হ্রাস পেতে পারে। যদি প্রত্যেকের কাছে একই ধরনের সার্টিফিকেট থাকে, তবে নিয়োগকর্তাদের জন্য প্রার্থীদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যেতে পারে।
অনলাইন সার্টিফিকেটের সঠিক ব্যবহার
তাই বলা যায়, অনলাইন সার্টিফিকেটের গুরুত্ব অবশ্যই আছে, তবে শুধু কোর্স করে গেলেই হবে না, কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন প্রজেক্টও তৈরি করতে হবে। তাহলেই না আপনার দক্ষতা সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পাওয়া যাবে।
যখন প্রথাগত ডিগ্রিগুলো আরও ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হয়ে উঠছে, তখন বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য তৈরি করা অনলাইন কোর্সগুলো সেসব ব্যয়বহুল কোর্সের বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশেষ করে কোভিড–১৯ মহামারি এই অনলাইন শিক্ষার জনপ্রিয়তা আরও বহুগুণে বাড়িয়েছে। কিন্তু এই কোর্সগুলো শেষে পাওয়া সার্টিফিকেটের কি কোনো প্রকৃত মূল্য আছে, নাকি কেবল ‘ডিজিটাল ট্রফি’ হিসেবে কাজ করে?
সব অনলাইন কোর্স সার্টিফিকেট এক নয়
কোর্সেরা, এডেক্স, লিংকডইন লার্নিং, উডেমির মতো প্ল্যাটফর্মগুলোতে পৃথিবীর যেকোনো প্রান্তে বসে কোর্স সম্পন্ন করা যায়। এখানে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের ক্লাস করার সুযোগ পাওয়া যায়। এসব প্ল্যাটফর্মে কয়েক হাজারেরও বেশি কোর্সের দেখা মেলে। তবে অনলাইনে কোর্স করার ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান বা প্রশিক্ষক কোর্সটি করাচ্ছেন, সেটা বেশ গুরুত্ব বহন করে।
স্পেশালাইজেশন ও মাইক্রোক্রেডেনশিয়াল
কিছু প্ল্যাটফর্ম একাধিক কোর্সের প্রোগ্রাম বা স্পেশালাইজেশন কোর্স অফার করে, যা একটি নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীর গভীর দক্ষতা প্রদর্শন করে। যেমন: প্রোডাক্ট ম্যানেজমেন্টের ওপর করা ৭টি ভিডিও নিয়ে প্রোডাক্ট ম্যানেজমেন্টের একটি স্পেশালাইজেশন কোর্স। ৭টি কোর্সের জন্য আপনাকে আলাদা সার্টিফিকেট তো দেওয়া হবেই, একসঙ্গে পুরো ৭টি কোর্স সম্পন্ন করার পর আপনি একটি স্পেশালাইজেশন সার্টিফিকেটও পাবেন।
কীভাবে অনলাইন কোর্স সার্টিফিকেট মূল্য যোগ করে
ধরুন আপনি কপিরাইটিং ইন্ডাস্ট্রিতে কয়েক বছর ধরে কাজ করছেন। এখন মনে হলো, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপনার মেশিন লার্নিংও শেখা উচিত। কারণ, ভবিষ্যতে আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান। সে ক্ষেত্রে অনলাইন কোর্সগুলো আপনার এই নতুন দক্ষতা শেখার যাত্রার অন্যতম সহায়ক হয়ে উঠতে পারে।
অনলাইন সার্টিফিকেটের সীমাবদ্ধতা
অনলাইন সার্টিফিকেটগুলো অনেক সুবিধা প্রদান করলেও এগুলোর কিছু সীমাবদ্ধতাও আছে। যেমন:
স্বীকৃতির অভাব: সব সার্টিফিকেটই অ্যাকাডেমিক প্রতিষ্ঠান দ্বারা স্বীকৃত নয়। যেমন: ডিগ্রির চেয়ে কম ওজন: অনেক শিল্প খাতে বিশেষ করে আইন, চিকিৎসা বা শিক্ষাদানের মতো ক্ষেত্রে এখনো প্রথাগত ডিগ্রি বেশি ওজন বহন করে। বাজারে অনলাইন সার্টিফিকেটের প্রতুলতা: প্রচুর পরিমাণে অনলাইন সার্টিফিকেটের কারণে কখনো কখনো এগুলোর মান হ্রাস পেতে পারে। যদি প্রত্যেকের কাছে একই ধরনের সার্টিফিকেট থাকে, তবে নিয়োগকর্তাদের জন্য প্রার্থীদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যেতে পারে।
অনলাইন সার্টিফিকেটের সঠিক ব্যবহার
তাই বলা যায়, অনলাইন সার্টিফিকেটের গুরুত্ব অবশ্যই আছে, তবে শুধু কোর্স করে গেলেই হবে না, কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন প্রজেক্টও তৈরি করতে হবে। তাহলেই না আপনার দক্ষতা সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পাওয়া যাবে।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এই বিসিএসে শূন্য পদ ৩ হাজার ৪৮৭টি। ২৯ ডিসেম্বর (২০২৪) সকাল ১০টায় আবেদন শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি (২০২৫) বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় আগামী মে মাস। এ সময়ে গুছিয়ে প্রস্তুতি নিলে প্রিলিমিনারিতে সফল হওয়া সম্ভব।
১০ ঘণ্টা আগেসহকারী জজ হওয়া আইনে অধ্যয়নরত অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন। প্রতিবছর ১০০ জন সহকারী জজ নেওয়া হয়। আর তাই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) প্রস্তুতি নিতে হবে সতর্কতার সঙ্গে, মনোযোগের সঙ্গে। এ প্রস্তুতি কেমন হতে পারে, নিজের অভিজ্ঞতা থেকে সে পরামর্শ দিয়েছেন ১৬তম বিজেএসে দ্বিতীয় স্থান অধিকার করে স
৭ দিন আগেসফট স্কিল ট্রেনিংবিষয়ক প্রতিষ্ঠান শার্পনারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নজর-ই-জ্বিলানী তিনটি ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তিনি করপোরেট ট্রেইনার হিসেবেও বেশ পরিচিত। সম্প্রতি তিনি আজকের পত্রিকাকে তাঁর করপোরেট জীবনের অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন। সে গল্প তুলে ধরেছেন মো. খশরু আহসান।
৭ দিন আগেসাইমন সিনেক বিখ্যাত মোটিভেশনাল বক্তা, লেখক ও নেতৃত্ব বিশেষজ্ঞ। যিনি তাঁর বিখ্যাত বই ‘স্টার্ট উইথ হোয়াই’-এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাঁর বিখ্যাত টেড টক ‘হাউ গ্রেট লিডারস ইন্সপায়ার অ্যাকশন’ এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা টেড টকগুলোর একটি। এ লেখায় তাঁর বিখ্যাত কয়েকটি বক্তৃতার সংকলন তুলে ধরা হলো।
০১ ডিসেম্বর ২০২৪