Ajker Patrika

আদালতের আদেশ না মেনে জমি দখলের অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১০: ৪৯
আদালতের আদেশ না মেনে জমি দখলের অভিযোগ

ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে রাতের আঁধারে ঘর বেঁধে জমি জবর দখলের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার শোভনা ইউনিয়নের শিবপুর বাদুরগাছা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদুরগাছার মৎস্য ব্যবসায়ী রুহুল আমিন মোল্লা ২০১২ সালে একই এলাকার সামছুর রহমান হালদারের কাছ থেকে ২৪ শতাংশ জমি কবলা মূলে কিনে নেন। ওই জমিতে রুহুল মাছ ও ধান চাষ করছেন। এ অবস্থায় একই এলাকার আজিজুল হালদার, মোশারফ হালদার, মুছা হালদার, সাইফুল ইসলাম নামের প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন অজুহাতে ওই জমি জবর দখলের পায়তারা করেন। একপর্যায়ে সোমবার রাতে ওই জমিতে ঘর তুলে দখল করে নেওয়ার চেষ্টা করের প্রতিপক্ষের লোকজন।

ভুক্তভোগী রুহুল আমিন মোল্লা বলেন, ‘যখন ওই জমি দখলের পাঁয়তারা শুরু হয় তখন আমি খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হই। আদালত বিষয়টি আমলে নিয়ে ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সে আদেশ অমান্য করে প্রতিপক্ষ রাতের আঁধারে ঘর তুলেছে।’

অভিযুক্তদের একজন আজিজুল হালদার বলেন, ‘জমিটি আমাদের, তাই দখল করেছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য বলেন, ‘জমিটি রুহুল আমীন মোল্লার কিনে নেওয়া। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত