Ajker Patrika

ডুমুরিয়ায় ধর্ষণের শিকার নারী অন্তঃসত্ত্বা যুবক গ্রেপ্তার

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২২, ১৩: ৫৮
ডুমুরিয়ায় ধর্ষণের   শিকার নারী অন্তঃসত্ত্বা   যুবক গ্রেপ্তার

ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নে এক বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মাসুম বিল্লাহ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারী এখন অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ায় মাসুম বিল্লাহ আত্মগোপনে চলে যায়। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

জানা যায়, ওই বাক প্রতিবন্ধী মেয়েকে মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরে ইশারায় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গ্রেপ্তারের প্রায় ২ মাস আগে এই প্রতিবন্ধীকে একদিন একা পেয়ে ধর্ষণ করে মাসুম। এর দুই মাস পর গত ১ জুন কিছু লক্ষণ দেখা দেওয়ায় ওই মেয়েকে পরিবারের লোকেরা স্থানীয় ক্লিনিকে নিয়ে পরীক্ষা করে দেখেন সে অন্তঃসত্ত্বা। তখন পরিবারের লোকজন তার কাছে জানতে চাইলে তিনি বলেন, মাসুম বিল্লাহ আমার এ অবস্থার জন্য দায়ী ৷ আমি বাধা দিয়েও তার হাত থেকে রক্ষা পাইনি।

বিষয়টি মাসুম বিল্লাহ ও তার পিতা ওমর আলী শেখকে জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি ধামকি দেয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় মেয়েটির পরিবার ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার ৫ ঘণ্টার মাথায় ধর্ষণে অভিযুক্ত মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে ডুমুরিয়া থানা-পুলিশ। মাসুম বিল্লাহ ১৬৪ ধারায় আদালতে ঘটনার দায় স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত