Ajker Patrika

১১ শিশুকে যৌন নিপীড়ন: সাবেক মাস্টারশেফ ফাইনালিস্টের ২৪ বছরের জেল

বিনোদন ডেস্ক
১১ শিশুকে যৌন নিপীড়ন: সাবেক মাস্টারশেফ ফাইনালিস্টের ২৪ বছরের জেল

শিশুদের যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত হয়েছেন জনপ্রিয় রান্না বিষয়ক রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফাইনালিস্ট পল ডগলাস। আদালত পল ডগলাসকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। পলের বিরুদ্ধে ১০ বছরেরও বেশি সময় ধরে ৪৩ বার ১১টি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সিডনি ডাউনিং সেন্টারের জেলা বিচারক সারাহ হুগেট পলকে এ সাজার রায় দেন বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

১০১টি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে পলকে ২০১৯ সালে গ্রেপ্তার হয়। দীর্ঘ চার বছর ধরে বিচারকাজ চলে। সিডনির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে সাঁতারের প্রশিক্ষক থাকাকালীন তিনি এই অপরাধগুলো করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

তদন্তে জানা গেছে, পল ১৯৯৬ থেকে ২০০৯ পর্যন্ত শিশুদের যৌন নিপীড়ন করেছেন পল। পলের বিরুদ্ধে ১০ বছর বয়সী শিশুদের যৌন নিপীড়নেরও অভিযোগ রয়েছে। এ ছাড়া পল শিক্ষার্থীদের পর্নোগ্রাফি দেখতে এবং নগ্ন হয়ে সাঁতার কাটতে উৎসাহিত করতেন বলে অভিযোগে বলা হয়েছে।

সাজা ঘোষণার সময় বিচারক বলেন, ‘অভিযুক্ত সাঁতারের প্রশিক্ষক থাকাকালীন শিশুদের মধ্যে এমন পরিবেশ তৈরি করেছিলেন, যাতে তিনি খোলাখুলি যৌনতা নিয়ে কথা বলতে পারেন এবং শিশুদের সঙ্গে অশ্লীল তামাশা করতে পারেন।’

পল কথার মাধ্যমে শিশুদের অভিভাবকদের এমনভাবে প্রভাবিত করেছেন যে, তাঁর অপরাধ ১০ বছরের বেশি সময় গোপন থেকেছে। যদিও বিচার চলাকালীন পল সব অভিযোগ অস্বীকার করেছেন।

পল মাস্টারশেফ অস্ট্রেলিয়ার প্রতিযোগী ছিলেন। শোয়ের চূড়ান্ত ধাপেও উঠে গিয়েছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করার সময়, পলকে দক্ষিণ সিডনির সিলভানিয়ায় তাঁর বাড়ি থেকে ২০১৯ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত