সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার নাম ভাঙিয়ে মোবাইল ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে আসা প্রতিবন্ধী ভাতা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। গত সোমবার থেকে শনিবার পর্যন্ত ছয় দিনে এ চক্রের খপ্পরে পড়ে প্রতিবন্ধী ভাতা খুইয়েছে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পরিবার।
প্রতিবন্ধী ভাতার টাকা হারিয়ে একাধিক ভুক্তভোগী পরিবার প্রতিকার পেতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে। ভাতাভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩ হাজার ৬২৫ জন। তাঁদের প্রত্যেকে প্রতি মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার ৫৫০ টাকা ভাতা পান। প্রতি মাসের মতো গত সোমবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ মাসের ভাতা পান ভাতাভোগীরা। তবে মোবাইলে ভাতার টাকা জমা হওয়ার পরপরই প্রতারক চক্র নিজেদের সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার মিথ্যা পরিচয়ে বিভ্রান্ত করে গোপন পিন কোড আদায় করছে। যেসব ভাতাভোগী প্রতারক চক্রের ফাঁদে পা দিয়েছেন, তাঁরা খুইয়েছেন তাঁদের মোবাইলে আসা ভাতার টাকা।
ভুক্তভোগীরা জানান, গত সোমবার তাঁদের মোবাইল ফোনে প্রতিবন্ধী ভাতার টাকা জমা হওয়ার পর সমাজসেবা অধিদপ্তর ও মোবাইল ব্যাংকিং কোম্পানির পরিচয়ে প্রতারক চক্রের সদস্যরা তাঁদের ফোন করতে শুরু করেন। প্রতারক চক্র তাঁদের মোবাইল ব্যাংকিংয়ের যান্ত্রিক ত্রুটির মিথ্যা গল্পের ফাঁদে ফেলে তাঁদের নিয়মকানুন অনুসরণ করতে বলেন। তাঁরা সরল বিশ্বাসে প্রতারক চক্রের নির্দেশনা মেনে বিভিন্ন তথ্য দেওয়ার সময় অজ্ঞতাবশত নিজেদের গোপন পিন কোড দিয়ে দেন। আর এই সুযোগে প্রতারক চক্র তাদের হিসাবে জমা হওয়া ভাতার টাকা তুলে নেয়।
প্রতারক চক্রের খপ্পরে পড়ে ভাতার টাকা হারানো কুমিরা ইউনিয়নের বাসিন্দা বুদ্ধিপ্রতিবন্ধী রাম দাসের বাবা রিকশাচালক সমীর দাস জানান, সোমবার বিকেলে তাঁর মোবাইল ফোনে এক ব্যক্তি ফোন করেন। তিনি নিজেকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ভাতার বিষয়ে কথা বলেন। ওই ব্যক্তি মোবাইল ব্যাংকিংয়ে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে তাঁর বলা নিয়ম অনুসরণ করতে বলেন। কিন্তু শুরুতে সমীর দাস তা করতে অসম্মতি জানালেও পরে কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারকের ধমকে গোপন পিন কোড বলে দেন। এর কিছুক্ষণের মধ্যেই প্রতারক চক্র তুলে নেয় তাঁর ভাতার টাকা।
রাম দাস আরও জানান, শুধু তিনি নন, এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে একইভাবে তাঁর এলাকার ১০ প্রতিবন্ধী পরিবার ভাতার টাকা খুইয়েছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম বলেন, ‘একটি প্রতারক চক্র মিথ্যা পরিচয়ে ভাতাভোগীদের বিভ্রান্ত করে তাঁদের ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে একাধিক ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা প্রতারক চক্রের সঙ্গে জড়িতদের আটকে কাজ শুরু করেছি। নোয়াখালী, মাগুরা, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে এ প্রতারক চক্রের অবস্থান রয়েছে বলে অনুসন্ধানে জানতে পেরেছি। তাঁদের আটকে চেষ্টা চলছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার নাম ভাঙিয়ে মোবাইল ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে আসা প্রতিবন্ধী ভাতা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। গত সোমবার থেকে শনিবার পর্যন্ত ছয় দিনে এ চক্রের খপ্পরে পড়ে প্রতিবন্ধী ভাতা খুইয়েছে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পরিবার।
প্রতিবন্ধী ভাতার টাকা হারিয়ে একাধিক ভুক্তভোগী পরিবার প্রতিকার পেতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে। ভাতাভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩ হাজার ৬২৫ জন। তাঁদের প্রত্যেকে প্রতি মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার ৫৫০ টাকা ভাতা পান। প্রতি মাসের মতো গত সোমবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ মাসের ভাতা পান ভাতাভোগীরা। তবে মোবাইলে ভাতার টাকা জমা হওয়ার পরপরই প্রতারক চক্র নিজেদের সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার মিথ্যা পরিচয়ে বিভ্রান্ত করে গোপন পিন কোড আদায় করছে। যেসব ভাতাভোগী প্রতারক চক্রের ফাঁদে পা দিয়েছেন, তাঁরা খুইয়েছেন তাঁদের মোবাইলে আসা ভাতার টাকা।
ভুক্তভোগীরা জানান, গত সোমবার তাঁদের মোবাইল ফোনে প্রতিবন্ধী ভাতার টাকা জমা হওয়ার পর সমাজসেবা অধিদপ্তর ও মোবাইল ব্যাংকিং কোম্পানির পরিচয়ে প্রতারক চক্রের সদস্যরা তাঁদের ফোন করতে শুরু করেন। প্রতারক চক্র তাঁদের মোবাইল ব্যাংকিংয়ের যান্ত্রিক ত্রুটির মিথ্যা গল্পের ফাঁদে ফেলে তাঁদের নিয়মকানুন অনুসরণ করতে বলেন। তাঁরা সরল বিশ্বাসে প্রতারক চক্রের নির্দেশনা মেনে বিভিন্ন তথ্য দেওয়ার সময় অজ্ঞতাবশত নিজেদের গোপন পিন কোড দিয়ে দেন। আর এই সুযোগে প্রতারক চক্র তাদের হিসাবে জমা হওয়া ভাতার টাকা তুলে নেয়।
প্রতারক চক্রের খপ্পরে পড়ে ভাতার টাকা হারানো কুমিরা ইউনিয়নের বাসিন্দা বুদ্ধিপ্রতিবন্ধী রাম দাসের বাবা রিকশাচালক সমীর দাস জানান, সোমবার বিকেলে তাঁর মোবাইল ফোনে এক ব্যক্তি ফোন করেন। তিনি নিজেকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ভাতার বিষয়ে কথা বলেন। ওই ব্যক্তি মোবাইল ব্যাংকিংয়ে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে তাঁর বলা নিয়ম অনুসরণ করতে বলেন। কিন্তু শুরুতে সমীর দাস তা করতে অসম্মতি জানালেও পরে কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারকের ধমকে গোপন পিন কোড বলে দেন। এর কিছুক্ষণের মধ্যেই প্রতারক চক্র তুলে নেয় তাঁর ভাতার টাকা।
রাম দাস আরও জানান, শুধু তিনি নন, এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে একইভাবে তাঁর এলাকার ১০ প্রতিবন্ধী পরিবার ভাতার টাকা খুইয়েছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম বলেন, ‘একটি প্রতারক চক্র মিথ্যা পরিচয়ে ভাতাভোগীদের বিভ্রান্ত করে তাঁদের ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে একাধিক ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা প্রতারক চক্রের সঙ্গে জড়িতদের আটকে কাজ শুরু করেছি। নোয়াখালী, মাগুরা, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে এ প্রতারক চক্রের অবস্থান রয়েছে বলে অনুসন্ধানে জানতে পেরেছি। তাঁদের আটকে চেষ্টা চলছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে