Ajker Patrika

আগৈলঝাড়ায় খালের ওপর দোকানঘর নির্মাণ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৯: ২৪
আগৈলঝাড়ায় খালের ওপর দোকানঘর নির্মাণ

বরিশালের আগৈলঝাড়ায় সরকারি খালের ওপর দোকানঘর নির্মাণ করছেন এক ব্যক্তি। ইতিমধ্যে কাঠের অবকাঠামো তৈরি করা হয়েছে। এতে টিনের ছাউনি দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা বাজারে সরকারি খালের একপাশ দখল করে স্থানীয় বাসিন্দা মহিদুল হাওলাদার প্রায় ৫০ হাত লম্বা ওই দোকানঘর নির্মাণ করছেন।

সজিব সরদার নামের এক ব্যক্তি বলেন, খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। এই ধরনের দোকান নির্মাণ বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

নাম প্রকাশ না করার শর্তে মাগুরা বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, এর আগেও সরকারি খাল দখল করে কয়েকজন দোকান নির্মাণ করেছেন। এখন মহিদুল সরকারি খাল দখল করে প্রায় ৫০ হাত দীর্ঘ দোকানঘর নির্মাণ করছেন। নিচে সিমেন্টের খুঁটি ব্যবহার করা হয়েছে। এর ওপর কাঠের কাজ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, মিজান আকন ও রাজিব ফকির বলেন, ‘আমরা এই সরকারি খাল রক্ষার দাবি জানাই। খালের পানি প্রবাহ বন্ধ করলে কৃষকদের সেচের সমস্যা হবে। আমরা প্রশাসনের কাছে অভিযান চালিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

স্থানীয় ব্যবসায়ী আরমান তালুকদার বলেন, ‘এ ক্ষেত্রে দখলের খবর পাওয়া মাত্রই দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে সরকারি সম্পত্তি দখল অনেকটাই কমে আসবে।’

রাজিহারের ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, ‘আমার ইউনিয়নের মধ্যে যাঁরা সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, তাঁদের নিষেধ করে কাজ বন্ধ রাখা হয়েছে। এরপরও যদি কেউ যদি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।’

জানতে চাইলে মহিদুল হাওলাদার বলেন, ‘আমি স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই দোকানঘর নির্মাণ করছি।’

ইউএনও আবুল হাশেম বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দোকানঘর অপসারণের ব্যবস্থা করা হবে। দখলদারেরা যতই প্রভাবশালী হোক না কেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত