কুমিল্লা প্রতিনিধি
গত ১১ সেপ্টেম্বর থেকে গতকাল ১১ অক্টোবর পর্যন্ত এক মাসে কুমিল্লায় আটটি খুন হয়েছে। একই সময়ে জেলায় ধর্ষণের অভিযোগে ১৮টি মামলা হয়েছে। এ ছাড়া ২৪টি নারী ও শিশু নির্যাতন, ৩টি অপহরণ, ২৩টি চুরি, ৪টি ডাকাতি, ১৫টি চোরাচালানসহ মোট ৪৪৬টি অপরাধ হয়েছে।
কুমিল্লায় আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে বেড়েছে খুন, ধর্ষণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ। গতকাল মঙ্গলবার জেলার আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভা থেকে এসব তথ্য জানা যায়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা হয়। সভায় দেওয়া জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, কুমিল্লায় আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে খুন, ধর্ষণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ বেড়েছে।
এর আগের মাসে ধর্ষণের মামলা ছিল ১৩টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ছিল ১১টি। এ ছাড়া ৬টি খুন, ২টি অপহরণ, ১টি ডাকাতি, ১১টি চোরাচালানসহ ৩৯১টি অপরাধ সংগঠিত হয়েছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, গত এক মাসে ১৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩৩১টি মামলা করা হয়। এ সময় ১৫ লাখ ৫৬ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগে জুলাই মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১৭৪টি। মামলা ছিল ৩৪৬টি এবং ২৫ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য ও চোরাচালান রোধে এক মাসে জেলা টাস্কফোর্স ২০টি অভিযানে ৮৯ হাজার টাকার মালামাল জব্দ করে। জেলা পুলিশের ৩ হাজার ৪০৩টি অভিযানে ১৬৭টি মামলায় ২০৯ জন গ্রেপ্তার এবং ২০ লাখ ১ হাজার ৬২৩ টাকার মালামাল জব্দ করা হয়।
বিজিবির ১ হাজার ৮৮৯টি অভিযানে ১২৭টি মামলা করা হয়। জব্দ করা হয় ৪ কোটি ৬২ লাখ ৩ হাজার ১১০ টাকার মালামাল। র্যাব-১১ এক মাসে ৩৮টি অভিযানে ৩৮টি মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ২ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৩২৭ টাকার মালামাল জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১১৫টি অভিযানে ৩৭টি মামলায় ৫৫ জনকে গ্রেপ্তার করে। এ সময় ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করে। এ ছাড়া বন বিভাগ, কাস্টমস ও ভ্যাট কার্যালয় পৃথক অভিযান পরিচালনা করেছে।
গতকালের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা স্থানীয় সরকার বিভাগ উপপরিচালক অপর্ণা বৈদ্য, র্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন-২-এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
গত ১১ সেপ্টেম্বর থেকে গতকাল ১১ অক্টোবর পর্যন্ত এক মাসে কুমিল্লায় আটটি খুন হয়েছে। একই সময়ে জেলায় ধর্ষণের অভিযোগে ১৮টি মামলা হয়েছে। এ ছাড়া ২৪টি নারী ও শিশু নির্যাতন, ৩টি অপহরণ, ২৩টি চুরি, ৪টি ডাকাতি, ১৫টি চোরাচালানসহ মোট ৪৪৬টি অপরাধ হয়েছে।
কুমিল্লায় আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে বেড়েছে খুন, ধর্ষণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ। গতকাল মঙ্গলবার জেলার আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভা থেকে এসব তথ্য জানা যায়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা হয়। সভায় দেওয়া জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, কুমিল্লায় আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে খুন, ধর্ষণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ বেড়েছে।
এর আগের মাসে ধর্ষণের মামলা ছিল ১৩টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ছিল ১১টি। এ ছাড়া ৬টি খুন, ২টি অপহরণ, ১টি ডাকাতি, ১১টি চোরাচালানসহ ৩৯১টি অপরাধ সংগঠিত হয়েছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, গত এক মাসে ১৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩৩১টি মামলা করা হয়। এ সময় ১৫ লাখ ৫৬ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগে জুলাই মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১৭৪টি। মামলা ছিল ৩৪৬টি এবং ২৫ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য ও চোরাচালান রোধে এক মাসে জেলা টাস্কফোর্স ২০টি অভিযানে ৮৯ হাজার টাকার মালামাল জব্দ করে। জেলা পুলিশের ৩ হাজার ৪০৩টি অভিযানে ১৬৭টি মামলায় ২০৯ জন গ্রেপ্তার এবং ২০ লাখ ১ হাজার ৬২৩ টাকার মালামাল জব্দ করা হয়।
বিজিবির ১ হাজার ৮৮৯টি অভিযানে ১২৭টি মামলা করা হয়। জব্দ করা হয় ৪ কোটি ৬২ লাখ ৩ হাজার ১১০ টাকার মালামাল। র্যাব-১১ এক মাসে ৩৮টি অভিযানে ৩৮টি মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ২ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৩২৭ টাকার মালামাল জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১১৫টি অভিযানে ৩৭টি মামলায় ৫৫ জনকে গ্রেপ্তার করে। এ সময় ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করে। এ ছাড়া বন বিভাগ, কাস্টমস ও ভ্যাট কার্যালয় পৃথক অভিযান পরিচালনা করেছে।
গতকালের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা স্থানীয় সরকার বিভাগ উপপরিচালক অপর্ণা বৈদ্য, র্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন-২-এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫