কুমিল্লা প্রতিনিধি
গত ১১ সেপ্টেম্বর থেকে গতকাল ১১ অক্টোবর পর্যন্ত এক মাসে কুমিল্লায় আটটি খুন হয়েছে। একই সময়ে জেলায় ধর্ষণের অভিযোগে ১৮টি মামলা হয়েছে। এ ছাড়া ২৪টি নারী ও শিশু নির্যাতন, ৩টি অপহরণ, ২৩টি চুরি, ৪টি ডাকাতি, ১৫টি চোরাচালানসহ মোট ৪৪৬টি অপরাধ হয়েছে।
কুমিল্লায় আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে বেড়েছে খুন, ধর্ষণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ। গতকাল মঙ্গলবার জেলার আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভা থেকে এসব তথ্য জানা যায়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা হয়। সভায় দেওয়া জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, কুমিল্লায় আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে খুন, ধর্ষণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ বেড়েছে।
এর আগের মাসে ধর্ষণের মামলা ছিল ১৩টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ছিল ১১টি। এ ছাড়া ৬টি খুন, ২টি অপহরণ, ১টি ডাকাতি, ১১টি চোরাচালানসহ ৩৯১টি অপরাধ সংগঠিত হয়েছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, গত এক মাসে ১৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩৩১টি মামলা করা হয়। এ সময় ১৫ লাখ ৫৬ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগে জুলাই মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১৭৪টি। মামলা ছিল ৩৪৬টি এবং ২৫ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য ও চোরাচালান রোধে এক মাসে জেলা টাস্কফোর্স ২০টি অভিযানে ৮৯ হাজার টাকার মালামাল জব্দ করে। জেলা পুলিশের ৩ হাজার ৪০৩টি অভিযানে ১৬৭টি মামলায় ২০৯ জন গ্রেপ্তার এবং ২০ লাখ ১ হাজার ৬২৩ টাকার মালামাল জব্দ করা হয়।
বিজিবির ১ হাজার ৮৮৯টি অভিযানে ১২৭টি মামলা করা হয়। জব্দ করা হয় ৪ কোটি ৬২ লাখ ৩ হাজার ১১০ টাকার মালামাল। র্যাব-১১ এক মাসে ৩৮টি অভিযানে ৩৮টি মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ২ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৩২৭ টাকার মালামাল জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১১৫টি অভিযানে ৩৭টি মামলায় ৫৫ জনকে গ্রেপ্তার করে। এ সময় ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করে। এ ছাড়া বন বিভাগ, কাস্টমস ও ভ্যাট কার্যালয় পৃথক অভিযান পরিচালনা করেছে।
গতকালের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা স্থানীয় সরকার বিভাগ উপপরিচালক অপর্ণা বৈদ্য, র্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন-২-এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
গত ১১ সেপ্টেম্বর থেকে গতকাল ১১ অক্টোবর পর্যন্ত এক মাসে কুমিল্লায় আটটি খুন হয়েছে। একই সময়ে জেলায় ধর্ষণের অভিযোগে ১৮টি মামলা হয়েছে। এ ছাড়া ২৪টি নারী ও শিশু নির্যাতন, ৩টি অপহরণ, ২৩টি চুরি, ৪টি ডাকাতি, ১৫টি চোরাচালানসহ মোট ৪৪৬টি অপরাধ হয়েছে।
কুমিল্লায় আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে বেড়েছে খুন, ধর্ষণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ। গতকাল মঙ্গলবার জেলার আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভা থেকে এসব তথ্য জানা যায়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা হয়। সভায় দেওয়া জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, কুমিল্লায় আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে খুন, ধর্ষণ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ বেড়েছে।
এর আগের মাসে ধর্ষণের মামলা ছিল ১৩টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ছিল ১১টি। এ ছাড়া ৬টি খুন, ২টি অপহরণ, ১টি ডাকাতি, ১১টি চোরাচালানসহ ৩৯১টি অপরাধ সংগঠিত হয়েছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, গত এক মাসে ১৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩৩১টি মামলা করা হয়। এ সময় ১৫ লাখ ৫৬ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগে জুলাই মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১৭৪টি। মামলা ছিল ৩৪৬টি এবং ২৫ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য ও চোরাচালান রোধে এক মাসে জেলা টাস্কফোর্স ২০টি অভিযানে ৮৯ হাজার টাকার মালামাল জব্দ করে। জেলা পুলিশের ৩ হাজার ৪০৩টি অভিযানে ১৬৭টি মামলায় ২০৯ জন গ্রেপ্তার এবং ২০ লাখ ১ হাজার ৬২৩ টাকার মালামাল জব্দ করা হয়।
বিজিবির ১ হাজার ৮৮৯টি অভিযানে ১২৭টি মামলা করা হয়। জব্দ করা হয় ৪ কোটি ৬২ লাখ ৩ হাজার ১১০ টাকার মালামাল। র্যাব-১১ এক মাসে ৩৮টি অভিযানে ৩৮টি মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ২ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৩২৭ টাকার মালামাল জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১১৫টি অভিযানে ৩৭টি মামলায় ৫৫ জনকে গ্রেপ্তার করে। এ সময় ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করে। এ ছাড়া বন বিভাগ, কাস্টমস ও ভ্যাট কার্যালয় পৃথক অভিযান পরিচালনা করেছে।
গতকালের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় পুলিশ সুপার আব্দুল মান্নান, জেলা স্থানীয় সরকার বিভাগ উপপরিচালক অপর্ণা বৈদ্য, র্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন-২-এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে