আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের দুই পাশের মূল্যবান গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। সাম্প্রতিক সময়ে হরতাল ও অবরোধে এসব গাছ কেটে সড়ক অবরোধ করাসহ স্থানীয়দের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ উঠেছে। তবে এসবের জন্য সড়ক ও জনপথ কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন অনেকে। এদিকে এসব কাটা গাছের একটি অংশ বেচা-কেনায় খোদ সড়ক ও জনপথের চালক-সহকারীর জড়িত থাকার অভিযোগ উঠেছে।
জানা গেছে, স্থানীয় একাধিক চক্র বিভিন্ন সময় সড়কের এসব গাছ কেটে নেয়। গত এক-দুই বছরে সড়কের পাশের প্রায় ২০০ শতাধিক গাছ কাটা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিরোধী ও আঞ্চলিক রাজনৈতিক দলের ডাকা হরতাল ও অবরোধে একসঙ্গে বেশি গাছ কাটায় বিষয়গুলো প্রকাশ্যে আসে। সব শেষ ১৮ ডিসেম্বর একটি আঞ্চলিক রাজনৈতিক দলের ডাকা হরতালে ১১টি গাছ কেটে রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা।
অভিযোগ পর্যালোচনা ও সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের স্বাগতম এলাকা থেকে মানিকছড়ি উপজেলার শেষাংশ পর্যন্ত ১৪-১৫ কিলোমিটার রাস্তাসহ জেলার পুরো সড়কের দুই পাশ সেগুন, মেহগনি, রেইনট্রি গাছ, কড়াই, গামারী, কৃষ্ণচূড়া, সোনালুসহ বিভিন্ন মূল্যবান গাছ-গাছালিতে ভরপুর। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নানা সময়ে সৃজিত এবং প্রাকৃতিকভাবে এসব গাছ বড় হয়েছে। সাম্প্রতিক সময়ে হরতাল ও অবরোধে রাতের আঁধারে সড়কের পাশের এসব মূল্যবান গাছ কেটে সড়ক অবরোধ করা হয়।পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে ফেলা গাছ সরিয়ে দিলেও কাটা গাছগুলো সড়কের পাশেই অরক্ষিত থেকে যায়। পরবর্তী বিভিন্ন সময়ে সড়ক ও জনপথের কিছু কর্মচারী এসব গাছ বিনা টেন্ডারে বিক্রি করে দেন।
এদিকে সম্প্রতি মানিকছড়ি সড়ক ও জনপথ অফিসের চালক-সহকারী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সড়কের মূল্যবান গাছ, পুরোনো বেইলি ব্রিজের সরঞ্জামাদি বিক্রি অভিযোগ উঠে। মো. কামাল হোসেন নামের এক ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগে জনবলের অভাবে নানা সময়ে দুর্বৃত্তদের কাটা গাছ সংগ্রহের অভাবে বেহাত বা চুরি হয়।’
এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের মানিকছড়ি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী জুয়েল দে বলেন, ‘নানা সময়ে হরতাল, অবরোধে দুর্বৃত্তরা সড়কের পাশের মূল্যবান গাছ অবাধে কেটে ফেলে। জনবলের অভাবে সড়ক বিভাগ এসব গাছ যথাসময়ে সংরক্ষণ করতে না পারায় তা গাছ ব্যবসায়ী সংশ্লিষ্টরা সেসব কাটা গাছ সরিয়ে নেয়। তবে অফিসের কোনো কর্মচারী এ ধরনের কাজে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে সরকারি সম্পত্তি রক্ষায় সড়ক ও জনপদ বিভাগকে আরও সচেতন করা হবে।’
খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের দুই পাশের মূল্যবান গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। সাম্প্রতিক সময়ে হরতাল ও অবরোধে এসব গাছ কেটে সড়ক অবরোধ করাসহ স্থানীয়দের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ উঠেছে। তবে এসবের জন্য সড়ক ও জনপথ কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন অনেকে। এদিকে এসব কাটা গাছের একটি অংশ বেচা-কেনায় খোদ সড়ক ও জনপথের চালক-সহকারীর জড়িত থাকার অভিযোগ উঠেছে।
জানা গেছে, স্থানীয় একাধিক চক্র বিভিন্ন সময় সড়কের এসব গাছ কেটে নেয়। গত এক-দুই বছরে সড়কের পাশের প্রায় ২০০ শতাধিক গাছ কাটা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিরোধী ও আঞ্চলিক রাজনৈতিক দলের ডাকা হরতাল ও অবরোধে একসঙ্গে বেশি গাছ কাটায় বিষয়গুলো প্রকাশ্যে আসে। সব শেষ ১৮ ডিসেম্বর একটি আঞ্চলিক রাজনৈতিক দলের ডাকা হরতালে ১১টি গাছ কেটে রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা।
অভিযোগ পর্যালোচনা ও সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের স্বাগতম এলাকা থেকে মানিকছড়ি উপজেলার শেষাংশ পর্যন্ত ১৪-১৫ কিলোমিটার রাস্তাসহ জেলার পুরো সড়কের দুই পাশ সেগুন, মেহগনি, রেইনট্রি গাছ, কড়াই, গামারী, কৃষ্ণচূড়া, সোনালুসহ বিভিন্ন মূল্যবান গাছ-গাছালিতে ভরপুর। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নানা সময়ে সৃজিত এবং প্রাকৃতিকভাবে এসব গাছ বড় হয়েছে। সাম্প্রতিক সময়ে হরতাল ও অবরোধে রাতের আঁধারে সড়কের পাশের এসব মূল্যবান গাছ কেটে সড়ক অবরোধ করা হয়।পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে ফেলা গাছ সরিয়ে দিলেও কাটা গাছগুলো সড়কের পাশেই অরক্ষিত থেকে যায়। পরবর্তী বিভিন্ন সময়ে সড়ক ও জনপথের কিছু কর্মচারী এসব গাছ বিনা টেন্ডারে বিক্রি করে দেন।
এদিকে সম্প্রতি মানিকছড়ি সড়ক ও জনপথ অফিসের চালক-সহকারী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সড়কের মূল্যবান গাছ, পুরোনো বেইলি ব্রিজের সরঞ্জামাদি বিক্রি অভিযোগ উঠে। মো. কামাল হোসেন নামের এক ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগে জনবলের অভাবে নানা সময়ে দুর্বৃত্তদের কাটা গাছ সংগ্রহের অভাবে বেহাত বা চুরি হয়।’
এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের মানিকছড়ি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী জুয়েল দে বলেন, ‘নানা সময়ে হরতাল, অবরোধে দুর্বৃত্তরা সড়কের পাশের মূল্যবান গাছ অবাধে কেটে ফেলে। জনবলের অভাবে সড়ক বিভাগ এসব গাছ যথাসময়ে সংরক্ষণ করতে না পারায় তা গাছ ব্যবসায়ী সংশ্লিষ্টরা সেসব কাটা গাছ সরিয়ে নেয়। তবে অফিসের কোনো কর্মচারী এ ধরনের কাজে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে সরকারি সম্পত্তি রক্ষায় সড়ক ও জনপদ বিভাগকে আরও সচেতন করা হবে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৭ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫