Ajker Patrika

বিলের বালু তোলায় ভাঙছে ফসলি জমি

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৬
বিলের বালু তোলায় ভাঙছে ফসলি জমি

ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নে গুয়াপঁচা বিলে আবাদি জমির পাশে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে আশপাশের অনেক জমি ভেঙে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জমিমালিকদের অভিযোগ, প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাচ্ছেন না তাঁরা। বিক্রি করছেন জাকির হোসেন নামে এক ব্যক্তি।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দেওপাড়া ইউনিয়নে বারইপাড়া গ্রামের পাশেই গুয়াপঁচা বিল। বিলের চারপাশে বোরো ধান লাগিয়েছে কৃষকেরা। মাঝখানে ৬ বিঘা জমি নিয়ে গুয়াপঁচা বিল। বারইপাড়া গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি বিলের মাঝখানে স্থানীয়ভাবে নির্মিত ড্রেজার বসিয়ে বালু তুলছেন। সেই বালু পাইপ দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় জমা করে সেখান থেকে বিক্রি করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বিল থেকে বালু তোলার কারণে প্রায় ৫০ ফুট গর্ত হয়েছে। এর ফলে চারপাশের ফসলি জমি ভেঙে যাচ্ছে। কিছু কিছু জমির মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে।

বিলের পাড়ের জমি মালিক রহমান মিয়া বলেন, ‘আমার সতেরো শতাংশ জমি যে কোনো সময় ভেঙে যাবে।’

ভোজদত্ত গ্রামের স্কুলশিক্ষক মো. আবু হানিফ খান বলেন, প্রায় দুই বছর ধরে বালু তোলা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সমাধান হচ্ছে না। কৃষক সোলায়মান আলী জানান, বিলসংলগ্ন জমিগুলো ইতিমধ্যে দেবে গেছে।

বিলের কাছাকাছি জমির মালিক দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ করলে দু-এক দিন বন্ধ থাকে, আবার শুরু হয়।

এ ব্যাপারে ড্রেজার মালিক ও বারইপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কাজটি হয়তো ঠিক হচ্ছে না।’ যদি ঠিক না হয় তবে কেন বালু তুলেছেন এমন প্রশ্নে তিনি আর কথা বলতে রাজি হননি।

দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন হেপলু বলেন, কৃষকের ক্ষতি হয় এমন কাজ করতে দেওয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ