জুবাইদুল ইসলাম, শেরপুর
শেরপুরের গারো পাহাড়ের ঢালে দিন দিন বাড়ছে অবৈধ বসতি। পাশাপাশি শত শত একর জমিতে চাষাবাদ করছে অবৈধ বাসিন্দারা। এতে উজাড় হচ্ছে গারো পাহাড়ের বনভূমি ও বৃক্ষরাজি। প্রতিনিয়ত বনের জমি দখল হলেও দীর্ঘদিন ধরে বসবাসের দোহাই দিয়ে জমি ছাড়ছেন না তাঁরা। জেলায় তিনটি রেঞ্জের অধীনে প্রায় ২১ হাজার একরের মত বনভূমি রয়েছে। এর প্রায় ১৫ শতাংশই এখন দখলদারদের হাতে।
এদিকে বন কর্মকর্তারা বলছেন, জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখলদারদের উচ্ছেদে মাঝে-মধ্যে অভিযান চালাচ্ছে বন বিভাগ। তবে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে বাঁধার সম্মুখীন হওয়াসহ উল্টো বন বিভাগের বিরুদ্ধেই মামলা-মোকদ্দমা করছে দখলদারেরা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে পাহাড়ি বনভূমি। শেরপুর বন বিভাগ তিনটি রেঞ্জে বিভক্ত। ওই তিনটি রেঞ্জের অধীনে প্রায় ২১ হাজার একরের কাছাকাছি বনভূমি রয়েছে। এর মধ্যে রাংটিয়া রেঞ্জে ৮ হাজার ৮৮০ একর, মধুটিলা রেঞ্জে ৪ হাজার ২৩৫ একর এবং বালিজুড়ি রেঞ্জে ৭ হাজার ৫৮৫ একর বনভূমি রয়েছে। বন বিভাগের এই বিশাল জমির প্রায় ১৫ শতাংশই এখন দখলদারদের হাতে।
তিনটি রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি রাংটিয়া রেঞ্জে ১ হাজার ৪৬৬ একর বনভূমি দখল হয়ে গেছে। এ ছাড়া বালিজুড়ি রেঞ্জের আওতায় ৪৭৭ দশমিক ৩৪ একর ও মধুটিলা রেঞ্জের আওতায় ৬০২ একর বনভূমি বেদখলে রয়েছে। এ বিশাল বনভূমি দখল করে আছেন প্রায় চার হাজার অবৈধ দখলদার। অবৈধ দখলে থাকা এসব বনভূমির মৌজাভিত্তিক বাজারমূল্য প্রায় ১৫০ কোটি টাকা হবে বলে বলছে বন বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ দখলদারেরা বাড়ি বানিয়ে বসবাসের পাশাপাশি পাহাড় কেটে তৈরি করেছেন চাষাবাদের জমি। সেখানে ধানসহ বিভিন্ন রকমের সবজি আবাদ করছেন তাঁরা। এতে অস্তিত্ব সংকটে পড়েছে অপার সৌন্দর্যের গারো পাহাড়। বনের মধ্যে মানববসতি গড়ে ওঠায় কমে গেছে বন্যপ্রাণীর বিচরণও। একসময় এ গারো পাহাড়ের বনে বাঘ, ভাল্লুক, হরিণ, বানর, শূকর ও বনমোরগ থাকলেও এখন সেগুলো আর চোখে পড়ে না। কালের বিবর্তনে আর দখলদারদের অত্যাচারে সেগুলো এ বন থেকে বিলুপ্তই হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে বনের জমিতে অবৈধভাবে বসবাসের কথা স্বীকার করলেও দীর্ঘদিন ধরে বসবাসের দোহাই দিয়ে জমি ছাড়তে চাইছেন না তাঁরা। তবে বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ করলে জায়গা ছাড়তে রাজি আছেন তাঁরা।
রাংটিয়া এলাকার বাসিন্দা জিতার আলী বলেন, ‘দেশ স্বাধীনের আগে এখানে আইসা আমি বাড়ি করছি। আমার তো আর কোথাও জায়গাজমি নাই। এখন আমগরে এইখানে থাকতে না দিলে কই থাকমু।’
মো. নাজমুল হক নামে আরেক অবৈধ দখলদার বলেন, ‘১৯৬৪ সালে ভারত থেকে এইখানে আইসা বাড়ি করছি। আমরা এই সরকারি জায়গায় থাকি ঠিক আছে। কিন্তু আমরা বনে থাকবার চাই না। আমার জায়গাজমি না থাকায় বাধ্য হয়েই এইখানে থাকি। সরকার যদি আমাদের অন্য কোথাও থাকার জায়গা করে দেয়, তাহলে আমরা এই জায়গা ছাইড়া দিতে রাজি আছি।’
একই এলাকার দিলীপ মিয়া বলেন, ‘আমার বাপ-চাচারা এখানেই থাকতো। আমরা গরিব মানুষ তাই বনের মধ্যে থাকি। এখন যদি হঠাৎ কইরা আমগরে এখান থেকে উচ্ছেদ কইরা দেন তাহলে কই যামু। সরকারের কাছে আকুল আবেদন, আমগরে এখান থেকে উচ্ছেদ
করলে যাতে পুনর্বাসনের একটা ব্যবস্থা কইরা দেয়।’
গজনী এলাকার কৃষক মো. হেকমত আলী বলেন, ‘আমি বাপের কাছ থেকে এই জায়গা পাইছি। আমার বউ-পুলাপান লইয়া আমি এহন এই জাগাতি থাহি। এই গ্রামেই চাষাবাদ কইরা খাই। আমগোরে এইহান থেকে তুইলা দিলে আমগোর থাকার-খাওয়ার ব্যবস্থা কইরা তুইলা দিলে আমরা যাইতে পারমু। নইলে রাস্তায় থাহা ছাড়া আমগোর উপায় নাই।’
মিনারা বেগম বলেন, ‘সরকার যদি আমগোরে একটা বিধি ব্যবস্থা কইরা দেয় তাহলে আমরা এখান থেকে যামুগা। জন্ম থেকেই এখানে থাকতাছি। আমগর অন্য জায়গায় থাকার ব্যবস্থা না কইরা উচ্ছেদ করলে থাকমু কই?’
অন্যদিকে প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক মো. মেরাজ উদ্দিন বলেন, প্রতিনিয়তই গারো পাহাড়ের বনের জমি দখল হচ্ছে। এতে অস্তিত্ব সংকটে পড়েছে বনভূমি। দখলদারেরা বনের গাছপালা কেটে বসতবাড়ি নির্মাণসহ চাষাবাদ করছে। তাই জেলা প্রশাসন ও বনবিভাগের প্রতি অনুরোধ, বনের বেদখল জমি উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার।
এ বিষয়ে শেরপুরের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ আবু ইউসূফ বলেন, জবর দখল করা জমি উদ্ধার করে সেখানে প্রতি বছরই বনায়ন করার কার্যক্রম চলমান রয়েছে। তাঁদের তরফ থেকে উচ্ছেদ মোকদ্দমার পাশাপাশি প্রত্যেকটা রেঞ্জ ও বিট অফিস থেকে দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, শেরপুর জেলার জন্য বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার বিস্তীর্ণ বনভূমিতে থাকা অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। আর শেরপুর বন বিভাগের পক্ষ থেকে উচ্ছেদ কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।
শেরপুরের গারো পাহাড়ের ঢালে দিন দিন বাড়ছে অবৈধ বসতি। পাশাপাশি শত শত একর জমিতে চাষাবাদ করছে অবৈধ বাসিন্দারা। এতে উজাড় হচ্ছে গারো পাহাড়ের বনভূমি ও বৃক্ষরাজি। প্রতিনিয়ত বনের জমি দখল হলেও দীর্ঘদিন ধরে বসবাসের দোহাই দিয়ে জমি ছাড়ছেন না তাঁরা। জেলায় তিনটি রেঞ্জের অধীনে প্রায় ২১ হাজার একরের মত বনভূমি রয়েছে। এর প্রায় ১৫ শতাংশই এখন দখলদারদের হাতে।
এদিকে বন কর্মকর্তারা বলছেন, জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখলদারদের উচ্ছেদে মাঝে-মধ্যে অভিযান চালাচ্ছে বন বিভাগ। তবে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে বাঁধার সম্মুখীন হওয়াসহ উল্টো বন বিভাগের বিরুদ্ধেই মামলা-মোকদ্দমা করছে দখলদারেরা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে পাহাড়ি বনভূমি। শেরপুর বন বিভাগ তিনটি রেঞ্জে বিভক্ত। ওই তিনটি রেঞ্জের অধীনে প্রায় ২১ হাজার একরের কাছাকাছি বনভূমি রয়েছে। এর মধ্যে রাংটিয়া রেঞ্জে ৮ হাজার ৮৮০ একর, মধুটিলা রেঞ্জে ৪ হাজার ২৩৫ একর এবং বালিজুড়ি রেঞ্জে ৭ হাজার ৫৮৫ একর বনভূমি রয়েছে। বন বিভাগের এই বিশাল জমির প্রায় ১৫ শতাংশই এখন দখলদারদের হাতে।
তিনটি রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি রাংটিয়া রেঞ্জে ১ হাজার ৪৬৬ একর বনভূমি দখল হয়ে গেছে। এ ছাড়া বালিজুড়ি রেঞ্জের আওতায় ৪৭৭ দশমিক ৩৪ একর ও মধুটিলা রেঞ্জের আওতায় ৬০২ একর বনভূমি বেদখলে রয়েছে। এ বিশাল বনভূমি দখল করে আছেন প্রায় চার হাজার অবৈধ দখলদার। অবৈধ দখলে থাকা এসব বনভূমির মৌজাভিত্তিক বাজারমূল্য প্রায় ১৫০ কোটি টাকা হবে বলে বলছে বন বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ দখলদারেরা বাড়ি বানিয়ে বসবাসের পাশাপাশি পাহাড় কেটে তৈরি করেছেন চাষাবাদের জমি। সেখানে ধানসহ বিভিন্ন রকমের সবজি আবাদ করছেন তাঁরা। এতে অস্তিত্ব সংকটে পড়েছে অপার সৌন্দর্যের গারো পাহাড়। বনের মধ্যে মানববসতি গড়ে ওঠায় কমে গেছে বন্যপ্রাণীর বিচরণও। একসময় এ গারো পাহাড়ের বনে বাঘ, ভাল্লুক, হরিণ, বানর, শূকর ও বনমোরগ থাকলেও এখন সেগুলো আর চোখে পড়ে না। কালের বিবর্তনে আর দখলদারদের অত্যাচারে সেগুলো এ বন থেকে বিলুপ্তই হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে বনের জমিতে অবৈধভাবে বসবাসের কথা স্বীকার করলেও দীর্ঘদিন ধরে বসবাসের দোহাই দিয়ে জমি ছাড়তে চাইছেন না তাঁরা। তবে বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ করলে জায়গা ছাড়তে রাজি আছেন তাঁরা।
রাংটিয়া এলাকার বাসিন্দা জিতার আলী বলেন, ‘দেশ স্বাধীনের আগে এখানে আইসা আমি বাড়ি করছি। আমার তো আর কোথাও জায়গাজমি নাই। এখন আমগরে এইখানে থাকতে না দিলে কই থাকমু।’
মো. নাজমুল হক নামে আরেক অবৈধ দখলদার বলেন, ‘১৯৬৪ সালে ভারত থেকে এইখানে আইসা বাড়ি করছি। আমরা এই সরকারি জায়গায় থাকি ঠিক আছে। কিন্তু আমরা বনে থাকবার চাই না। আমার জায়গাজমি না থাকায় বাধ্য হয়েই এইখানে থাকি। সরকার যদি আমাদের অন্য কোথাও থাকার জায়গা করে দেয়, তাহলে আমরা এই জায়গা ছাইড়া দিতে রাজি আছি।’
একই এলাকার দিলীপ মিয়া বলেন, ‘আমার বাপ-চাচারা এখানেই থাকতো। আমরা গরিব মানুষ তাই বনের মধ্যে থাকি। এখন যদি হঠাৎ কইরা আমগরে এখান থেকে উচ্ছেদ কইরা দেন তাহলে কই যামু। সরকারের কাছে আকুল আবেদন, আমগরে এখান থেকে উচ্ছেদ
করলে যাতে পুনর্বাসনের একটা ব্যবস্থা কইরা দেয়।’
গজনী এলাকার কৃষক মো. হেকমত আলী বলেন, ‘আমি বাপের কাছ থেকে এই জায়গা পাইছি। আমার বউ-পুলাপান লইয়া আমি এহন এই জাগাতি থাহি। এই গ্রামেই চাষাবাদ কইরা খাই। আমগোরে এইহান থেকে তুইলা দিলে আমগোর থাকার-খাওয়ার ব্যবস্থা কইরা তুইলা দিলে আমরা যাইতে পারমু। নইলে রাস্তায় থাহা ছাড়া আমগোর উপায় নাই।’
মিনারা বেগম বলেন, ‘সরকার যদি আমগোরে একটা বিধি ব্যবস্থা কইরা দেয় তাহলে আমরা এখান থেকে যামুগা। জন্ম থেকেই এখানে থাকতাছি। আমগর অন্য জায়গায় থাকার ব্যবস্থা না কইরা উচ্ছেদ করলে থাকমু কই?’
অন্যদিকে প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক মো. মেরাজ উদ্দিন বলেন, প্রতিনিয়তই গারো পাহাড়ের বনের জমি দখল হচ্ছে। এতে অস্তিত্ব সংকটে পড়েছে বনভূমি। দখলদারেরা বনের গাছপালা কেটে বসতবাড়ি নির্মাণসহ চাষাবাদ করছে। তাই জেলা প্রশাসন ও বনবিভাগের প্রতি অনুরোধ, বনের বেদখল জমি উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার।
এ বিষয়ে শেরপুরের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ আবু ইউসূফ বলেন, জবর দখল করা জমি উদ্ধার করে সেখানে প্রতি বছরই বনায়ন করার কার্যক্রম চলমান রয়েছে। তাঁদের তরফ থেকে উচ্ছেদ মোকদ্দমার পাশাপাশি প্রত্যেকটা রেঞ্জ ও বিট অফিস থেকে দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, শেরপুর জেলার জন্য বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার বিস্তীর্ণ বনভূমিতে থাকা অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। আর শেরপুর বন বিভাগের পক্ষ থেকে উচ্ছেদ কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে