Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধ: খুলনার ৬ আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২২, ২০: ৪১
মানবতাবিরোধী অপরাধ: খুলনার ৬ আসামির মৃত্যুদণ্ড

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে খুলনার ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম। 

দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ ও কামাল উদ্দিন গোলদারকে রায় ঘোষণার আগে কারগার থেকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে আতিয়ার রহমানকে আনা হয় অ্যাম্বুল্যান্সে করে। রায় ঘোষণার সময় এজলাস কক্ষে তাঁকে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা গেছে। আর বাকি আসামিরা কাঠগড়ায় চেয়ারে বসে ছিলেন। আরেক আসামি নজরুল ইসলাম পলাতক। 

সকাল সাড়ে ১০টার দিকে ২০৩ পৃষ্ঠার রায় পড়া শুরু হয়। রায়ের প্রথম অংশ পাঠ করেন বিচারপতি কেএম হাফিজুল আলম। দ্বিতীয় অংশ পাঠ করেন বিচারপতি আবু আহমেদ জমাদার। রায় পড়ার আগে তিনি বলেন, ‘কোনো অপরাধীর বর্তমান বয়স বিবেচনায় বিচার হচ্ছে না। বিচার হচ্ছে একাত্তর সালের অপরাধের। ৫১ বছর আগে তাঁদের শারীরিক অবস্থা এরকম ছিল না।’ রায়ের মূল অংশ পাঠ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। 

রায় ঘোষণার পর প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেন, ‘আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে ছয় আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে আমরা সন্তুষ্ট।’ 

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’ 

এর আগে গত মঙ্গলবার ছয় আসামির রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত