ঘাটাইল প্রতিনিধি
ঘাটাইল উপজেলার গারোবাজার-কেশরগঞ্জ সড়কে নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের ইট, সুরকি, সিমেন্ট দিয়ে সড়ক ঢালাইয়ের কাজ করছেন ঠিকাদার। গত শনিবার বিকেলে এই অনিয়মের প্রতিবাদে নির্মাণাধীন সড়কের পাশে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, গারোবাজার-কেশরগঞ্জ সড়কটি ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। সড়কটি ঘাটাইল, মধুপুর ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে। ওই সড়কের ঘাটাইল অংশের তিন কিলোমিটার নির্মাণকাজ পায় মিতু এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হচ্ছে মর্মে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাস্তাটির কাজ বন্ধ করে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে সড়কে নির্মাণকাজ করা হচ্ছিল। এ ছাড়া নিম্নমানের রড, সিমেন্ট ও ইটের ব্যবহার করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা গত শনিবার নির্মাণাধীন সড়কের পাশে মানববন্ধন করেছেন।
গারোবাজার এলাকার আব্দুল লতিফ, বুলবুল তরফদার, রফিক তরফদারসহ একাধিক ব্যক্তি জানান, তাঁরা এসব সামগ্রী ব্যবহার না করতে ঠিকাদারকে বারবার অনুরোধ করেছেন। কিন্তু ঠিকাদার তাঁদের কথার কোনো গুরুত্ব না দিয়ে কাজ করে যাচ্ছেন।
লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাব্বর আলী বলেন, ‘এলাকাবাসী আমার কাছে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেছে। আমিও ঠিকাদারকে বারবার বলেছি। কিন্তু তিনি কোনো কথা শুনছেন না।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মিতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহফুজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারিতে কাজ হচ্ছে।
উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঘাটাইল উপজেলার গারোবাজার-কেশরগঞ্জ সড়কে নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের ইট, সুরকি, সিমেন্ট দিয়ে সড়ক ঢালাইয়ের কাজ করছেন ঠিকাদার। গত শনিবার বিকেলে এই অনিয়মের প্রতিবাদে নির্মাণাধীন সড়কের পাশে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, গারোবাজার-কেশরগঞ্জ সড়কটি ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। সড়কটি ঘাটাইল, মধুপুর ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে। ওই সড়কের ঘাটাইল অংশের তিন কিলোমিটার নির্মাণকাজ পায় মিতু এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হচ্ছে মর্মে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাস্তাটির কাজ বন্ধ করে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে সড়কে নির্মাণকাজ করা হচ্ছিল। এ ছাড়া নিম্নমানের রড, সিমেন্ট ও ইটের ব্যবহার করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা গত শনিবার নির্মাণাধীন সড়কের পাশে মানববন্ধন করেছেন।
গারোবাজার এলাকার আব্দুল লতিফ, বুলবুল তরফদার, রফিক তরফদারসহ একাধিক ব্যক্তি জানান, তাঁরা এসব সামগ্রী ব্যবহার না করতে ঠিকাদারকে বারবার অনুরোধ করেছেন। কিন্তু ঠিকাদার তাঁদের কথার কোনো গুরুত্ব না দিয়ে কাজ করে যাচ্ছেন।
লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাব্বর আলী বলেন, ‘এলাকাবাসী আমার কাছে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেছে। আমিও ঠিকাদারকে বারবার বলেছি। কিন্তু তিনি কোনো কথা শুনছেন না।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মিতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহফুজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারিতে কাজ হচ্ছে।
উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে