স্কুলের জমিতে দোকান

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০৪: ২০
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৯: ৪৯

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কসংলগ্ন ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকায় স্থানীয় শাহজালাল নামের এক ব্যক্তি ওই দোকান নির্মাণ করছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের মোট সম্পত্তির পরিমাণ ১ একর ৯২ শতাংশ, যার পুরোনো ভবন আরএস ১৭০২ ও ১৭০৩ খতিয়ানের ওপর অবস্থিত। বর্তমান বিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও শ্রেণিকক্ষ আরএস ১৭১১ দাগের ১ একর ৩৫ শতাংশ জায়গার ওপর অবস্থিত। করোনায় বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে বিদ্যালয়ের জমি দখল করে শুরুতে রাস্তা নির্মাণ করা হয়।

সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের শৌচাগার ও সুয়ারেজ ট্যাংক ঘেঁষে বালু দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তার পাশ ঘেঁষে একটি পাটাতন করা টিনশেড দোকান নির্মাণ করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা কাজল বলেন, ‘করোনাকালে বন্ধ থাকায় বিদ্যালয়ের জমিতে কে বা কারা রাস্তা নির্মাণ করেছে তা আমি জানি না। তবে বর্তমানে সেই রাস্তা ঘেঁষে আবার দোকান তৈরি করা হচ্ছে। তারা আমাদের থেকে কোনো অনুমতিও নেয়নি।’

বিদ্যালয়ের সহসভাপতি এম এ খালেক বলেন, ‘আমাদের বিদ্যালয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ করছে। আমরা নিষেধ করার পরেও তারা শুনছে না। আমি এই বিষয়টি ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়েছি।’

দোকানের মালিক শাহজালালের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমির মালিক জাকির সাহেব। আপনি তাঁর সঙ্গে কথা বলেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ‘বিদ্যালয়টি দোকানের মালিকের দাবি এ জমি তাঁদের। দু-এক দিনের মধ্যে ফের পরিমাপ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ বলেন, ‘এ বিষয়ে আমাকে চেয়ারম্যান সাহেব জানিয়েছেন। বিদ্যালয় থেকে লিখিত অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত