Ajker Patrika

মানবপাচার: নৃত্যশিল্পী ইভানের মামলার প্রতিবেদনের জন্য ১৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক
মানবপাচার: নৃত্যশিল্পী ইভানের মামলার প্রতিবেদনের জন্য ১৫ জুলাই

ঢাকা: মানবপাচার আইনে করা মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা এ তারিখ ধার্য করেন। 

আজ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। 

এর আগে ২০২০ সালের ২ জুলাই দুবাইয়ে নারী পাচারের সঙ্গে জড়িত মূল হোতা আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি শাহ। মামলার আসামিরা হলেন-আল-আমিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, আজম খান, নাজিম, এরশাদ, নির্মল দাস, আলমগীর, আমান ও শুভ। 

মামলার এজাহারে বলা হয়, আজম খান, তাঁর দুই ভাইসহ মামলার আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। এই তিনজনের প্রতিনিধি দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে মেয়েদের সংগ্রহ করে চাকরি দেওয়ার নামে তাঁদের দুবাই পাঠাতেন। দুবাই পুলিশের দেওয়া তথ্য ধরে সিআইডি গত জুলাই মাসে আজম খান এবং তাঁর দুই সহযোগী ডায়মন্ড ও আনোয়ার হোসেন ওরফে ময়নাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। আজমের এ দেশীয় প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। 

আজম খান, নির্মল ও ইয়াছিন আদালতে সম্প্রতি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা ইভানের নারী পাচারের সঙ্গে জড়িত থাকার কথা বলেছেন বলে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে। যে কারণে গত বছর ১০ সেপ্টেম্বর ইভানকে গ্রেপ্তার করে সিআইডি। পরে গত ২১ মার্চ ইভানকে জামিন দেন হাইকোর্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত