দুর্গাপুর প্রতিনিধি
পানানগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়োগে ঘুষ নিয়ে আধা সরকারি পত্র (ডিও লেটার) দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সাংসদ মনসুর রহমান ঘুষের বিনিময়ে ডিও লেটার দিয়েছেন সাম্প্রতিক ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা ইউনিয়ন যুবলীগ সভাপতি আহসান হাবিবকে। সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পানানগর উচ্চবিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নৌকার বিপক্ষে কাজ করা হাবিবকে সভাপতি না করতে স্থানীয় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী মিলে পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে অনুরোধ করেন। কিন্তু এরপরও হাবিবকে সভাপতি করতে সর্বশক্তি প্রয়োগ করেন প্রধান শিক্ষক রাজ্জাক ও সাংসদ মনসুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আবু এমদাদুল ইসলাম।
এ বিষয়ে জানতে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সাংসদ মনসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ করেন তাঁর পিএস শফিকুল ইসলাম। তিনি বলেন, স্যার মিটিং ব্যস্ত আছেন, এখন কথা বলতে পারবেন না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী মোল্লা, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পানানগর ইউপি আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম কহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর সরকার, পানানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবি।
পানানগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়োগে ঘুষ নিয়ে আধা সরকারি পত্র (ডিও লেটার) দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সাংসদ মনসুর রহমান ঘুষের বিনিময়ে ডিও লেটার দিয়েছেন সাম্প্রতিক ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা ইউনিয়ন যুবলীগ সভাপতি আহসান হাবিবকে। সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পানানগর উচ্চবিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নৌকার বিপক্ষে কাজ করা হাবিবকে সভাপতি না করতে স্থানীয় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী মিলে পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে অনুরোধ করেন। কিন্তু এরপরও হাবিবকে সভাপতি করতে সর্বশক্তি প্রয়োগ করেন প্রধান শিক্ষক রাজ্জাক ও সাংসদ মনসুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আবু এমদাদুল ইসলাম।
এ বিষয়ে জানতে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সাংসদ মনসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ করেন তাঁর পিএস শফিকুল ইসলাম। তিনি বলেন, স্যার মিটিং ব্যস্ত আছেন, এখন কথা বলতে পারবেন না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী মোল্লা, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পানানগর ইউপি আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম কহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর সরকার, পানানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবি।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫