Ajker Patrika

কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জমি দখলের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জমি দখলের

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনোয়ারা বেগমের বিরুদ্ধে ৭ নম্বর ওয়ার্ডের ভরপাশা মৌজার দুই একর জমি দখলের অভিযোগ উঠছে। যার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।

ভুক্তভোগী রুহুল আমিন গত রোববার বাকেরগঞ্জ জার্নালিস্ট ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর আনোয়ারা। তাঁর দাবি, ওয়ারিশ সূত্রে জমির মালিক তিনি।

রুহুল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, বাকেরগঞ্জ পৌর এলাকার ভরপাশা মৌজার দুই একর জমি ক্রয়সূত্রে মালিক তাঁর বাবা মৃত মোসলেম আলী ব্যাপারী। সর্বশেষ বিএস রেকর্ডে মোসলেমের ওয়ারিশদের নামে রেকর্ড হয়েছে। কিন্তু কাউন্সিলর আনোয়ারা ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলে নিতে বানোয়াট ওয়ারিশ তৈরি করেছেন।’

রুহুল বলেন, ‘নারী কাউন্সিলর প্রতিনিয়ত আমাদের হত্যার হুমকি দিয়ে আসছেন। এতে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর, পৌর মেয়র ও সংসদ সদস্যের কাছে বিচার চাই।’

এ বিষয়ে কাউন্সিলর আনোয়ারা বলেন, ‘দুই একর জমি আমার দাদার নামে রেকর্ড আছে। ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক আমরা। আমার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ তা সঠিক নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

রাস্তা আটকে রিল বানিয়ে ভাইরাল স্ত্রী, চাকরি খোয়ালেন কনস্টেবল স্বামী

লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত