Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৩৭
মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহের ত্রিশালের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন। আদালত রায়ে বলেছেন, আসামিরা যত দিন হাজতে ছিলেন তা যাবজ্জীবনের মেয়াদ থেকে বাদ যাবে। 

সাজাপ্রাপ্ত পাঁচ আসামি হলেন—খন্দকার গোলাম সাব্বির আহমদ, হরমুজ আলী, আব্দুস সাত্তার, ফখরুজ্জামান, খন্দকার গোলাম রব্বানী। এঁদের মধ্যে ফখরুজ্জামান ও খন্দকার গোলাম রব্বানী পলাতক রয়েছেন। এর আগে বিচার চলাকালে কারাবন্দী থাকা অবস্থায় জাতীয় পার্টির সাবেক এমপি এম এ হান্নান ও তাঁর ছেলে রফিক সাজ্জাদ এবং অপর আসামি মিজানুর রহমান মন্টু মারা গেছেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, রেজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আব্দুস সোবহান তরফদার ও গাজী এম এইচ তামিম। 

উল্লেখ্য ২০১৫ সালে হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। পরে তদন্তে আরও পাঁচজনের সম্পৃক্ততা পাওয়ায় তাঁদের মামলার আসামি করা হয়। বিচার শেষে গত বছরের ২৩ নভেম্বর রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত