Ajker Patrika

বরখাস্তকৃত ডিআইজি বজলুর রশীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরখাস্তকৃত ডিআইজি বজলুর রশীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৯ আগস্ট

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের বরখাস্তকৃত ডিআইজি (প্রিজন) বজলুর রশীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ 'র বিচারক ইকবাল হোসেন এ তারিখ ধার্য করেন।

গত ৮ ডিসেম্বর মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের জবানবন্দির মধ্য দিয়ে মামলা সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে করোনাভাইরাসের কারণে এ মামলার বাদীর জেরা ও সাক্ষ্যগ্রহণ বন্ধ ছিল। আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আবার নতুন তারিখ ধার্য করা হয়। আগামী তারিখে বাদীকে হাজির থাকতে বলা হয়েছে।

গত বছরের ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দীন বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। গত বছর ২০ অক্টোবর সকালের দিকে বজলুর রশীদ ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুদক। জিজ্ঞাসাবাদে বজলুর রশীদের বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা মেলায় তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার করা হয়।

কারাগারে বিভিন্ন কাজে ঘুষের কোটি কোটি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসতো বজলুর রশীদের কাছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো এসব টাকা তুলেছেন তাঁর স্ত্রী রাজ্জাকুন নাহার।

এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে দুদক। পরে তাঁদের ডাকা হয়। আর জিজ্ঞাসাবাদের সত্যতা মেলায় বজলুর রশীদের বিরুদ্ধে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর মামলা হয়। মামলায় তিন কোটি ১৪ লাখ টাকা অবৈধভাবে অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত