ফুটওভার ব্রিজে কিশোরীকে মারধর, গ্রেপ্তার আরেক টিকটক হৃদয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ জুন ২০২১, ১৮: ০২
Thumbnail image

ঢাকা: গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের দিন যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের ওপর এক কিশোরীকে মারধরের ভিডিওর সূত্র ধরে গতকাল সোমবার এক যুবককে আটক করেছে পুলিশ। সাদ্দাম হোসেন ওরফে হৃদয় নামে ওই যুবক টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সক্রিয়। একটি হত্যা মামলারও পলাতক আসামি তিনি।

গত ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ওভারব্রিজের ওপর পথচারীদের উপস্থিতিতেই এক কিশোরীকে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগাল এবং উপর্যুপরি মারধর করছেন এক যুবক। মাথায় ও গালে বারবার আঘাত করেন তিনি। ঘটনাস্থলে যুবকের সঙ্গে একটি মেয়েসহ আরও কয়েকজনের উপস্থিতি লক্ষ করা যায়।

ভিডিওর সূত্র ধরে যাত্রাবাড়ী থানা গোয়েন্দাদের সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে। ঘটনার পরপরই হৃদয় পালিয়ে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান করতে শুরু করেন। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে গতকাল সোমবার তাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

হৃদয়কে আটকের পর জানা যায়, তিনি টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে মেয়েদের কৌশলে আকৃষ্ট করে প্রেমের ফাঁদে ফেলে আসছিলেন। বিভিন্ন সময় মেয়েদের জিম্মি করে টাকাপয়সা আদায় করতেন। রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করতেন।

ওয়ারী জোনের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ জানান, ভিকটিমকে খুঁজে বের করে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত