Ajker Patrika

প্যানডোরা পেপারসে শচীন, শাকিরাদের নাম

অনলাইন ডেস্ক
প্যানডোরা পেপারসে শচীন, শাকিরাদের নাম

প্যান্ডোরা পেপারস তদন্তে বিদেশে (অফশোর) কোম্পানি, ছদ্মবেশী ব্যাংক অ্যাকাউন্ট, প্রাইভেট জেট, ইয়াট, ম্যানশন, এমনকি পিকাসো, বাঙ্কসি এবং অন্য বিখ্যাত শিল্পীদের শিল্পকর্মের গোপন মালিকদের মুখোশ উন্মোচিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের কাছে সাধারণত যা পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি তথ্য প্রকাশ করে দিয়েছে এই প্যানডোরা পেপারস। 

এই গোপন নথিতে বিদেশ সম্পদ জমানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভারতের ক্রিকেট সুপারস্টার শচীন টেন্ডুলকার, পপ মিউজিক ডিভা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফার এবং ‘লেল দ্য ফ্যাট ওয়ান’ নামে একজন কুখ্যাত ইতালীয় খুনি সন্ত্রাসী ডন। 

রাফায়েল আমাতো নামে ওই ডন কমপক্ষে এক ডজন খুনের সঙ্গে জড়িত। নথিতে যুক্তরাজ্যে নিবন্ধিত একটি শেল কোম্পানি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে যে, আমাতো ইতালি থেকে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে স্পেনে জমি কিনেছেন। সেখানে নিজের দল গঠন করেছেন। তিনি এখন ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। 

আইসিআইজের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলে আমাতোর অ্যাটর্নি কোনো সাড়া দেননি। 

টেন্ডুলকারের আইনজীবী বলেছেন, তাঁর বৈদেশিক বিনিয়োগ বৈধ এবং কর কর্তৃপক্ষের কাছে সেটি জানানো হয়েছে। শাকিরার অ্যাটর্নিও একই কথা বলেছেন। তিনি বলেছেন, এই গায়িকা কোনো কর সুবিধা নেননি। শিফারের প্রতিনিধি বলেছেন, সুপার মডেল তাঁর কর সঠিকভাবেই যুক্তরাজ্যে পরিশোধ করে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত