অনলাইন ডেস্ক
প্যান্ডোরা পেপারস তদন্তে বিদেশে (অফশোর) কোম্পানি, ছদ্মবেশী ব্যাংক অ্যাকাউন্ট, প্রাইভেট জেট, ইয়াট, ম্যানশন, এমনকি পিকাসো, বাঙ্কসি এবং অন্য বিখ্যাত শিল্পীদের শিল্পকর্মের গোপন মালিকদের মুখোশ উন্মোচিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের কাছে সাধারণত যা পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি তথ্য প্রকাশ করে দিয়েছে এই প্যানডোরা পেপারস।
এই গোপন নথিতে বিদেশ সম্পদ জমানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভারতের ক্রিকেট সুপারস্টার শচীন টেন্ডুলকার, পপ মিউজিক ডিভা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফার এবং ‘লেল দ্য ফ্যাট ওয়ান’ নামে একজন কুখ্যাত ইতালীয় খুনি সন্ত্রাসী ডন।
রাফায়েল আমাতো নামে ওই ডন কমপক্ষে এক ডজন খুনের সঙ্গে জড়িত। নথিতে যুক্তরাজ্যে নিবন্ধিত একটি শেল কোম্পানি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে যে, আমাতো ইতালি থেকে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে স্পেনে জমি কিনেছেন। সেখানে নিজের দল গঠন করেছেন। তিনি এখন ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
আইসিআইজের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলে আমাতোর অ্যাটর্নি কোনো সাড়া দেননি।
টেন্ডুলকারের আইনজীবী বলেছেন, তাঁর বৈদেশিক বিনিয়োগ বৈধ এবং কর কর্তৃপক্ষের কাছে সেটি জানানো হয়েছে। শাকিরার অ্যাটর্নিও একই কথা বলেছেন। তিনি বলেছেন, এই গায়িকা কোনো কর সুবিধা নেননি। শিফারের প্রতিনিধি বলেছেন, সুপার মডেল তাঁর কর সঠিকভাবেই যুক্তরাজ্যে পরিশোধ করে থাকেন।
প্যান্ডোরা পেপারস তদন্তে বিদেশে (অফশোর) কোম্পানি, ছদ্মবেশী ব্যাংক অ্যাকাউন্ট, প্রাইভেট জেট, ইয়াট, ম্যানশন, এমনকি পিকাসো, বাঙ্কসি এবং অন্য বিখ্যাত শিল্পীদের শিল্পকর্মের গোপন মালিকদের মুখোশ উন্মোচিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের কাছে সাধারণত যা পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি তথ্য প্রকাশ করে দিয়েছে এই প্যানডোরা পেপারস।
এই গোপন নথিতে বিদেশ সম্পদ জমানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভারতের ক্রিকেট সুপারস্টার শচীন টেন্ডুলকার, পপ মিউজিক ডিভা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফার এবং ‘লেল দ্য ফ্যাট ওয়ান’ নামে একজন কুখ্যাত ইতালীয় খুনি সন্ত্রাসী ডন।
রাফায়েল আমাতো নামে ওই ডন কমপক্ষে এক ডজন খুনের সঙ্গে জড়িত। নথিতে যুক্তরাজ্যে নিবন্ধিত একটি শেল কোম্পানি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে যে, আমাতো ইতালি থেকে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে স্পেনে জমি কিনেছেন। সেখানে নিজের দল গঠন করেছেন। তিনি এখন ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
আইসিআইজের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলে আমাতোর অ্যাটর্নি কোনো সাড়া দেননি।
টেন্ডুলকারের আইনজীবী বলেছেন, তাঁর বৈদেশিক বিনিয়োগ বৈধ এবং কর কর্তৃপক্ষের কাছে সেটি জানানো হয়েছে। শাকিরার অ্যাটর্নিও একই কথা বলেছেন। তিনি বলেছেন, এই গায়িকা কোনো কর সুবিধা নেননি। শিফারের প্রতিনিধি বলেছেন, সুপার মডেল তাঁর কর সঠিকভাবেই যুক্তরাজ্যে পরিশোধ করে থাকেন।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৯ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১০ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৩ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫