নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল আলম ও তার ছেলে মিজানুর রহমান বিদেশ যেতে পারবেন না। নিম্ন আদালত তাঁদের বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার পর হাইকোর্ট ওই আদেশ স্থগিত করার পর আজ সোমবার আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। এর ফলে তাঁরা আপাতত বিদেশ যেতে পারছেন না বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চট্টগ্রাম কদমতলী শাখায় প্রায় ৬৩ কোটি টাকার ঋণ অপরিশোধিত থাকায় চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল আলম ও তাঁর ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ মামলা করে। ওই মামলায় আত্মসমর্পণ করে জামিন নেন তাঁরা। তবে নিম্ন আদালত শর্ত দেন আদালতে তাঁদের পাসপোর্ট জমা রাখতে হবে এবং বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। এরপর গত ২৯ জুন চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁরা পাসপোর্ট ফেরতের আবেদন জানান এবং বিদেশ যাওয়ার অনুমতি চান। আদালত তাঁদের পাসপোর্ট ফেরত দেন ও বিদেশ যেতে অনুমতি দেন।
ব্যাংক কর্তৃপক্ষ নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান। গত ৬ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের আদেশ স্থগিত করেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে শামসুল আলম ও তাঁর ছেলে মিজানুর রহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। একই সঙ্গে হাই কোর্টের আদেশ স্থগিত চান।
আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ শুনানি করেন। চেম্বার জজ ওবায়দুল হাসান শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
আদেশের পর অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে ব্যবসায়ী শামসুল আলম ও তাঁর ছেলে আপাতত বিদেশ যেতে পারছেন না।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ইউসিবি চট্টগ্রাম কদমতলী শাখায় স্থানীয় শামসু স’মিলের মালিক শামসুল আলমের কাছে ঋণ বাবদ প্রায় ৬৩ কোটি টাকা পাওনা আছে। আর এই ঋণের জামিনদার তাঁর ছেলে মিজানুর রহমান। যে সম্পত্তির অনুকূলে ঋণ দেওয়া হয়েছে সেই সম্পত্তি শামসুল আলম তাঁর ছেলের নামে হেবা দলিল (দানপত্র) করে দিয়েছেন। তাঁরা বিদেশে যাবেন বলে গুঞ্জন উঠলে ব্যাংক কর্তৃপক্ষ মামলা করে।
চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল আলম ও তার ছেলে মিজানুর রহমান বিদেশ যেতে পারবেন না। নিম্ন আদালত তাঁদের বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার পর হাইকোর্ট ওই আদেশ স্থগিত করার পর আজ সোমবার আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। এর ফলে তাঁরা আপাতত বিদেশ যেতে পারছেন না বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চট্টগ্রাম কদমতলী শাখায় প্রায় ৬৩ কোটি টাকার ঋণ অপরিশোধিত থাকায় চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল আলম ও তাঁর ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ মামলা করে। ওই মামলায় আত্মসমর্পণ করে জামিন নেন তাঁরা। তবে নিম্ন আদালত শর্ত দেন আদালতে তাঁদের পাসপোর্ট জমা রাখতে হবে এবং বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। এরপর গত ২৯ জুন চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁরা পাসপোর্ট ফেরতের আবেদন জানান এবং বিদেশ যাওয়ার অনুমতি চান। আদালত তাঁদের পাসপোর্ট ফেরত দেন ও বিদেশ যেতে অনুমতি দেন।
ব্যাংক কর্তৃপক্ষ নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান। গত ৬ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের আদেশ স্থগিত করেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে শামসুল আলম ও তাঁর ছেলে মিজানুর রহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। একই সঙ্গে হাই কোর্টের আদেশ স্থগিত চান।
আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ শুনানি করেন। চেম্বার জজ ওবায়দুল হাসান শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
আদেশের পর অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে ব্যবসায়ী শামসুল আলম ও তাঁর ছেলে আপাতত বিদেশ যেতে পারছেন না।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ইউসিবি চট্টগ্রাম কদমতলী শাখায় স্থানীয় শামসু স’মিলের মালিক শামসুল আলমের কাছে ঋণ বাবদ প্রায় ৬৩ কোটি টাকা পাওনা আছে। আর এই ঋণের জামিনদার তাঁর ছেলে মিজানুর রহমান। যে সম্পত্তির অনুকূলে ঋণ দেওয়া হয়েছে সেই সম্পত্তি শামসুল আলম তাঁর ছেলের নামে হেবা দলিল (দানপত্র) করে দিয়েছেন। তাঁরা বিদেশে যাবেন বলে গুঞ্জন উঠলে ব্যাংক কর্তৃপক্ষ মামলা করে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫