Ajker Patrika

মানব পাচারের অভিযোগে অমির ৯ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৮: ১৮
মানব পাচারের অভিযোগে অমির ৯ সহযোগী গ্রেপ্তার

ঢাকা: মানব পাচারের অভিযোগে অভিনেত্রী পরীমণির মামলার অন্যতম আসামি তুহিন সিদ্দিক অমি। সেই অমির ৯ সহযোগীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শাহিন আলম নামের এক যুবকের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিত। কিন্তু টাকা নিয়ে বিদেশে পাঠাত না। চাকরি দেওয়ার শর্তে কাউকে কাউকে বিদেশে পাঠালেও তাঁদের চাকরি দিত না। আজ মঙ্গলবার সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন - অমির শ্যালক রাকিবুল ইসলাম রানা, তাঁর গাড়ির চালক জসিম উদ্দিন, সালাউদ্দিন, মুসা, গোলাপ হোসেন বুলবুল, জাকির হোসেন, নাজমুল, আলম ও শাহজাহান সরকার। তাঁদের কাছ থেকে ৩৯৫টি পাসপোর্ট, চারটি বিলাসবহুল গাড়ি, ২২ টি কম্পিউটার ও বিপুল পরিমান চেকবই উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, গত বৃহস্পতিবার শাহিন আলম নামের এক যুবক দক্ষিণখান থানায় মামলা করেন। তিনি অমির প্রতিষ্ঠানে টাকা দিয়েও বিদেশে যেতে পারেননি। সেই মামলার ভিত্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা চাকরি প্রত্যাশীদের দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ভালো কাজের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিত। কিন্তু টাকা নিয়ে বিদেশে পাঠাত না। চাকরি দেওয়ার শর্তে কাউকে কাউকে বিদেশে পাঠালেও তাঁদের চাকরি দিত না। বিদেশে আটকে রেখে নির্যাতন করত। অমির এজেন্টরা দেশে থাকা প্রবাসীদের আত্মীয়দের কাছ থেকে টাকা আদায় করে। তাঁদের মাধ্যমে বিদেশে যারা গেছেন তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। 

অমি লাইসেন্সধারী ব্যবসায়ী কিনা জানতে চাইলে শেখ ওমর ফারুক বলেন, অমির লাইসেন্স আছে কিনা কিংবা লাইসেন্সের মেয়াদ আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অমির সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে।

সারা দেশেই অমির সহযোগীরা রয়েছেন। অমির অর্ধশত সহযোগীকে খোঁজা হচ্ছে জানিয়ে সিআইডি কর্মকর্তা বলেন, প্রলোভন দেখিয়ে লোক সংগ্রহ করত অমির লোকেরা। সহযোগীরা কমিশন পেতেন। কিছু সহযোগীকে মাসিক বেতন দিতেন অমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত